Wriddhiman Saha: ''কখন অবসর নিতে হবে, ভাল করেই জানে ও'', ঋদ্ধির সমর্থনে ছোটবেলার কোচ
Wriddhiman Saha: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলার এই তারকা উইকেট কিপার ব্যাটার। নিশানায় ছিল রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও।
কলকাতা: গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে নতুন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ঋদ্ধিমান সাহার মন্তব্য ঘিরে বিতর্ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলার এই তারকা উইকেট কিপার ব্যাটার। নিশানায় ছিল রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও। ভারতীয় দলের হেডকোচ নাকি ঋদ্ধিকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বাস দিয়েও পাশে দাঁড়াননি এমনই মন্তব্য করেছেন পাপালি। এবার তাঁর ছোটবেলার কোচ জয়ন্ত ভৌমিক এই ইস্যুতে মুখ খুললেন। ৩৮ বছরের ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে জয়ন্ত বলেন, ''ঋদ্ধি খুব ভাল করেই জানেন যে কখন ওকে অবসর নিতে হবে। কাউকে বলে দিতে হবে না তা। ও মানসিকভাবে ভীষণ শক্ত প্লেয়ার। ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে কোনওদিনই সততার সঙ্গে কোনও আপোস করেনি ঋদ্ধি। ও কখনও হারতে জানে না।''
নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে ঋদ্ধিমানের ছোটবেলার কোচ বলেন, ''আমার একটাই প্রশ্ন, ঠিক কোন মাপকাঠিতে দলে প্লেয়ার নির্বাচন হয়। আমি যতদূর জানি যে ফিটনেস ও পারফরম্যান্স যদিও মাপকাঠি হয়, তবে ঋদ্ধিকে বাদ কেন দেওয়া হল। আর যদি বয়স কোনও মাপকাঠি হয়, তবে তো দলে আরও অনেক সিনিয়র ক্রিকেটার রয়েছেন। শুধুমাত্র ঋদ্ধিমানকেই কেন বাদ দেওয়া হল?''
জাতীয় টেস্ট দল থেকে ঋদ্ধিমানকে ছেঁটে ফেলা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। পরস্পরবিরোধী মন্তব্য-সহ বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে। এবার মুখ খুললেন বিতর্কিত অধ্যায়ের অন্যতম প্রধান চরিত্র, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
রবিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। তারপর সাংবাদিক বৈঠকে এসে জাতীয় দলের প্রধান কোচকে প্রথম প্রশ্ন সামলাতে হল ঋদ্ধিমানকে নিয়ে। রাহুল অবশ্য সংযমী গলায় বললেন, 'ওর কথায় আমি আহত হইনি। ঋদ্ধিমান সাহার প্রতি, ওর কৃতিত্ব এবং ভারতীয় ক্রিকেটে ওর অবদানের প্রতি আমি ভীষণ শ্রদ্ধাশীল। সেই জন্যই ওর সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল সততা ও স্বচ্ছতা ওর প্রাপ্য। আমি ক্রিকেটারদের সঙ্গে কথা বলায় বিশ্বাসী। আমি যা বলব তার সঙ্গে ক্রিকেটারেরা সকলে একমত হবে তা আশা করি না। তাতে লাভ হয় না। প্লেয়ারদের সঙ্গে কঠিন কথোপকথন হতে পারে, কিন্তু তাই বলে সব কিছু ধামাচাপা দিয়ে দিলাম আর কথাই বললাম না, তা ঠিক নয়।'