(Source: ECI/ABP News/ABP Majha)
Saina Nehwal on UP Poll : "সরকারি শাটলার", যোগীকে নির্বাচন-জয়ে অভিনন্দন জানিয়ে খোঁচা খেলেন সাইনা
উত্তরপ্রদেশ জেলা পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করেছে বিজেপি। সেই জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়েছিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। আর এর পরেই শুরু বিতর্ক।
লখনউ : উত্তরপ্রদেশে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে জেলা পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করেছে বিজেপি। সেই জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়েছিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। আর এর পরেই শুরু বিতর্ক। সাইনাকে "সরকারি শাটলার" বলে বিদ্রুপ করলেন আরএলডি প্রেসিডেন্ট জয়ন্ত চৌধুরি।
শনিবার রাতে একটি ট্যুইটে সাইনা লেখেন, "জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে বিশাল জয়ের জন্য অন্তর থেকে অভিনন্দন যোগী আদিত্যনাথ স্যারকে।" এর ঘণ্টাখানেক পরই তীব্র প্রতিক্রিয়া জানায় বিরোধীরা। রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরি একটি ট্যুইট করেন। তাতে লেখেন, জনাদেশ চূর্ণ করার ক্ষেত্রে বিজেপির দক্ষতা বুঝতে পেরেছেন সরকারি শাটলার ! আমার মনে হয়, ভোটারদেরও সেইসব তারকাকে এমন একটা ড্রপ শট মারা উচিত যাঁরা তাঁদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে চাইছেন।
উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়। রাজ্যের ৭৫টি জেলা পঞ্চায়েতের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ৬৭টি। কংগ্রেস শূন্য। মাত্র ৬টি আসন পেয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে জেলা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয় বিজেপিকে অক্সিজেন জোগাবে।
এদিকে এই ফলাফলে হতাশ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কারণ, দল মাত্র ছ'টি আসনে জয়লাভ করেছে। যদিও বিজেপি ভোটকে প্রহসনে পরিণত করে ফেলেছে বলে অভিযোগ তুলেছেন সপা সুপ্রিমো অখিলেশ। তিনি বলেন, এটা অদ্ভুত যে যেখানে জেলা পঞ্চায়েত সদস্য নির্বাচনে অধিকাংশ ফলাফলই আমাদের দলের দিকে গেছে, সেখানে জেলা পঞ্চায়েত প্রধান নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি।
এদিকে আগামী বছর মার্চ-এপ্রিল মাসে উত্তরপ্রদেশে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে স্থানীয় স্তরের নির্বাচনে নিজেদের ক্ষমতা পরীক্ষা করে নেওয়ার প্রয়োজন ছিল কংগ্রেস, সমাজবাদী পার্টির। কিন্তু, সেই অ্যাসিড টেস্টে বেশ কিছুটা ধাক্কা খেতে হল এই দুই দলকে। এই পরিস্থিতিতে তারা বিধানসভা নির্বাচনের আগে কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার। যদিও এজন্য অল্প সময় রয়েছে উভয় দলের কাছেই।