Sakshi Malik On RG Kar: ''লক্ষ্মী নয়, এবার কালী হওয়ার সময় এসেছে'', আর জি কর ইস্যুতে এবার মুখ খুললেন সাক্ষী মালিক
Sakshi Malik: সোশ্যাল মিডিয়ায় সক্ষী এই মুহূর্তে বেশ ভালই সক্রিয়। এমনকী এমনটাও শোনা যাচ্ছে যে হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হতে পারেন সাক্ষী মালিক।
নয়াদিল্লি: আর জি করে চিকিৎসককে নিগ্রহ ও খুনের ঘটনায় গোটা দেশ উত্তাল। বিশ্বের দরবারেও এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে। নির্ভয়ার পর এবার ফের ধর্ষণ ও খুনের এমন ঘৃণ্য কাজের প্রতিবাদে পথে নেমেছে লাখ লাখ মানুষ। মুখ খুলেছেন বলিউড থেকে ক্রীড়ামহলও। এবার অভয়ার সুবিচারের দাবিতে ও ধর্ষকদের চরম শাস্তির আবেদন করলেন সাক্ষী মালিক। এই ঘটনায় নিজের ক্ষোভও উগড়ে দিলেন রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় মহিলা কুস্তিগির। মেয়েদের আর লক্ষ্মী নয়, কালী মায়ের রূপ ধারণ করার বার্তা দিলেন সাক্ষী।
সোশ্যাল মিডিয়ায় সক্ষী এই মুহূর্তে বেশ ভালই সক্রিয়। এমনকী এমনটাও শোনা যাচ্ছে যে হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হতে পারেন সাক্ষী মালিক। সাক্ষী বলছেন, ''আমি দেশের সব দিদি, বোনেদের বলছি, সময় এসেছে কালী মায়ের রূপ নেওয়ার। যাতে কোনও ব্য়ক্তি তোমার দিকে খারাপ নজরে তাকাতেও না পারে।'' আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির আবেদন করেছেন সাক্ষী।
এবার আর জি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন মহম্মদ সিরাজ়। জাতীয় দলের তারকা পেসার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ক্লিপিং সম্বলিত একটি কোলাজ় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'এবার আপনাদের অজুহাত কী? নাকি এবারও ওই মহিলার দোষ ছিল? কারণ মেন উইল বি মেন, তাই না?'
আর জি কর কাণ্ডের পর থেকে তোলপাড় গোটা দেশ। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার অপরাধে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে তাতে ক্ষোভের আগুন কমেনি। কারণ, মহিলা চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছিল, তাঁর ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তা কারও একার পক্ষে সম্ভব নয় বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। আর তারপর থেকেই বাকি দোষীদের চিহ্নিত করা ও গ্রেফতার করার দাবিতে তুমুল বিক্ষোভ চলছে দেশজুড়ে। সঙ্গে দোষীদের চরম শাস্তির দাবিতে পথে নেমেছে আমজনতা।
উল্লেখ্য, আর জি করকাণ্ডে শুধু রাজ্য় নয়, গোটা দেশ, এমনকী বিশ্বের নানা প্রান্তেও প্রতিবাদের ঝড় উঠেছে। ফিনল্যান্ড থেকে আটালান্টা, অস্ট্রেলিয়া থেকে নেদারল্যান্ডস। টাইমস স্কোয়ার প্রত্যেক জায়গায় প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে।
আরও পড়ুন: ''ছেলেকে চকোলেট খাইয়ে দিয়েছিলেন'', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবেগাপ্লুত শ্রীজেশ