Samanyu Sureka: মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক টুর্নামেন্টে তিন পদক, দেশের মুখ উজ্জ্বল করল সমন্যু
International Kick Boxing: টুর্নামেন্টে ভারত ২১তম স্থান অধিকার করেছে। মোট ৯টি পদক জেতে। ভারতীয় প্রতিযোগী সমন্যু সুরেকা (Samanyu Sureka) ১৪ বছর বিভাগে তিনটি পদক জিতে দেশকে উপহার দিয়েছে গর্বের মুহূর্ত।
কলকাতা: গোটা বিশ্বের দরবারে ভারতীয় ছেলের তিনটি পদক জয়। ইন্টারন্যাশনাল স্পোর্টস কিকবক্সিং (International Kick Boxing) অ্যাসোসিয়েশন- এর পক্ষ থেকে আয়োজিত হয়েছিল "ইস্কা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ"। অস্ট্রিয়ার ভিয়েনাতে গত অক্টোবর মাস থেকে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। সেখানে সারা বিশ্বের ৪২ টি দেশ থেকে ১৯০০ ক্রীড়াবিদ অংশগ্রহন করেছিলেন৷
টুর্নামেন্টে ভারত ২১তম স্থান অধিকার করেছে। মোট ৯টি পদক জেতে। ভারতীয় প্রতিযোগী সমন্যু সুরেকা (Samanyu Sureka) ১৪ বছর বিভাগে তিনটি পদক জিতে দেশকে উপহার দিয়েছে গর্বের মুহূর্ত। তিনি রুপোর পদক জিতেছে মুয়াথাই বিভাগে, ব্রোঞ্জের পদক জিতেছে সেমি কনটেস্টে ও ব্রোঞ্জের পদক জিতেছে লাইট কনটেস্টে।
আরও পড়ুন: আইপিএল নিলামের আগে বাংলার হয়ে টি-২০-ও খেলবেন শামি, সৈয়দ মুস্তাক আলিতে অধিনায়ক কে?
আরও পড়ুন: শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ