Sanju Samson : 'এই মুহূর্তটার জন্য ১০ বছর অপেক্ষা করেছি, পা মাটিতেই রাখতে চাই', ডারবান-'বীরত্বের' পর আবেগপ্রবণ সঞ্জু
Ind VS SA 1ST T20: গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৫০ বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলার পর, নিজের উপর থেকে আন্ডার পারফর্মারের তকমা সরাতে সক্ষম হলেন এই উইকেটরক্ষক-ব্যাটার
ডারবান : কেরিয়ারে কার্যত স্বপ্নের সময় চলছে। শেষ ৬টি ম্যাচের মধ্যে তিনটিতে শতরান। এর মধ্যে একটি দলীপ ট্রফিতে। টানা পারফর্ম করে নিজের চারপাশের জগৎটাই পাল্টে ফেলেছেন ভারতের উইকেটরক্ষ-ব্যাটার সঞ্জু স্যামসন। গত মাসে প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে ১১১ রানের ইনিংস এবং গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৫০ বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলার পর, নিজের উপর থেকে আন্ডার পারফর্মারের তকমা সরাতে সক্ষম হলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের ইনিংস ব্রেকের সময় ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলছিলেন সঞ্জু। সেই সময় তিনি স্বীকার করে নেন, সাম্প্রতিক সময়ে রানের কথা ভাবতে বসলে তিনি হয়তো আবেগপ্রবণ হয়ে পড়বেন। কারণ, এই ধরনের স্বীকৃতির জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন।
প্রথম ইনিংস শেষে কথা বলার সময় সঞ্জু বলেন, "আমি যদি প্রচুর ভাবি, তাহলে আমি আবেগপ্রবণ হয়ে পড়ব। ১০ বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। আমি খুব খুশি, কৃতজ্ঞ ও আশীর্বাদধন্য। কিন্তু আমি আমার পা-টা মাটিতেই রাখতে চাই। এই মুহূর্তে থেকে উপভোগ করতে চাই।"
ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে আগ্রাসী খেলার প্রয়োজনীয়তার কথা প্রায়ই বলে থাকেন স্যামসন। কেরল থেকে উঠে আসা এই ডানহাতি ব্যাটার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে একই কাজ করে দেখিয়েছেন। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতার পর সঞ্জু বলেন, "সত্যি করেই সময়টা খুব উপভোগ করছি। আমার এখন যে ফর্ম চলছে তার অধিকাংশটা ব্যবহারের চেষ্টা করছি। যে কথাটা আমরা বলছি, আগ্রাসী হওয়া এবং নিজের থেকে দলকে আগে রাখা। ৩-৪টে বল দেখে নেওয়ার পরেই বাউন্ডারির সুযোগে থাকতে হবে।"
গতকাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। অবশ্য অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, টস জিতলেও, ভারতীয় দল ব্যাটই করত। তবে শুরুটা ভারতীয় দল খুব ভাল যে করেছিল, তেমনটা নয়। মাত্র সাত রানেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। ২৪ রানে প্রথম উইকেট হারায় ভারত। তবে ব্যাটে নেমেই চার, ছক্কা হাঁকিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন। আর স্যামসন তো অনবদ্য ছন্দে ছিলেনই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়ার প্লেতেই ২০ বলে ৩৫ রান তুলে ফেলেন স্যামসন। এরপর ফিল্ডাররা ছড়িয়ে গেলেও কিন্তু স্যামসনের আক্রমণের ঝাঁঝ এতটুকুও কমেনি। নাকাবার বিরুদ্ধে অষ্টম ওভারে নাগাড়ে দুই ছক্কা হাঁকান স্যামসন। তারকা কিপার-ব্যাটার নব্বইয়ের ঘরের দিকে এগোলেও, তাঁর আগ্রাসন এতটুকুও কমেনি। তিনি দেখতে দেখতেই সেঞ্চুরি পূরণ করে ফেলেন। মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে ফিল সল্টদের তালিকায় যোগ দিয়ে নাগাড়ে দ্বিতীয় বিশ ওভারের ম্যাচে সেঞ্চুরি এল স্যামসনের ব্যাট থেকে।