IND vs ENG: 'দীর্ঘ পরিশ্রমের ফল', সরফরাজ জাতীয় দলে সুযোগ পেতেই আবেগপ্রবণ বাবা নওশাদ
Sarfaraz Khan: দাদা-ভাইয়ের সাফল্যে বেজায় খুশি খান পরিবার। বড় ছেলের জাতীয় দলে ডাক পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নির্বাচক, সমর্থকদের ধন্যবাদ জানালেন সরফরাজের বাবা নওশাদ খান।
মুম্বই: কথায় আছে কারও পৌষমাস তো কারও সর্বনাশ। কে এল রাহুল (KL Rahul), জাডেজার (Ravindra Jadeja) চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচ থেকে ছিটকে যাওয়া কোথাও একটা সুযোগ করে দিয়েছিল সরফরাজ খানের (Sarfaraz Khan) কাছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম, রঞ্জিতে রানমেশিন সরফরাজের জন্য অবশেষে জাতীয় দলের দরজা খুলে গিয়েছে। মুম্বইয়ের হয়ে চলতি রঞ্জি মরশুমেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সরফরাজ। তাঁর ভাই মুশির খানও ভারতের জার্সিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলছেন এই মুহূর্তে। টুর্নামেন্টে একটি শতরানও হাঁকিয়েছেন। দাদা-ভাইয়ের সাফল্যে বেজায় খুশি খান পরিবার। বড় ছেলের জাতীয় দলে ডাক পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নির্বাচক, সমর্থকদের ধন্যবাদ জানালেন সরফরাজের বাবা নওশাদ খান।
ভিডিও বার্তায় সরফরাজের বাবা বলেন, ''সবাই জানেন যে সরফরাজ জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেখানে ও খেলে বড় হয়েছে। এছাড়া ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে তৈরি করেছে ও প্রতি মুহূর্তে। বোর্ড ও নির্বাচন কমিটিকেও আন্তরিক ধন্য়বাদ সরফরাজের ওপর বিশ্বাস রাখার জন্য। সমর্থকরাও সবসময় ওর পাশে ছিল।'' তিনি আরও বলেন, ''এটা দীর্ঘ পরিশ্রমের ফল। আমি আশাবাদী যে সরফরাজ সবার মান রাখবে। দেশের জার্সিতে পারফর্ম করে দলকে জেতাতে সাহায্য করবে।''
View this post on Instagram
এমনিতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যার জেরে দুর্বল হয়েছে ভারতের ব্যাটিং (Team India)। হায়দরাবাদে ইংল্যান্ডের ২৩১ রানের লক্ষ্যপূরণ করতে গিয়ে ভারতীয় ইনিংস যখন কেঁপে গিয়েছিল, রোহিতরা ম্যাচ হেরেছিলেন ২৮ রানে, অনেকেই কোহলির অনুপস্থিতি নিয়ে হাহুতাশ করেছিলেন।
তবে দ্বিতীয় টেস্টে শুধু কোহলি নন, খেলতে পারবেন না আরও দুই তারকা। কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দুজনেরই চোট রয়েছে। জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। রবিবার হায়দরাবাদে রান আউট হয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। সেই রানটি নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁকে পায়ে হাত দিয়ে খোঁড়াতেও দেখা গিয়েছিল। সেই চোটের ধাক্কাতেই দ্বিতীয় টেস্টে নেই তিনি।