এক্সপ্লোর
অভিষেকে রেকর্ড স্রানের, ছুঁলেন অশোক দিন্দাকে

হারারে: টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার কামব্যাক৷ জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারাল ভারত৷এই ম্যাচের মাধ্যমে টি-২০ ক্রিকেটে অভিষেকেই নয়া নজির গড়লেন ভারতের পেস বোলার বরিন্দর স্রান। এদিনের ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়েছেন স্রান। এরমধ্যে তাঁর তৃতীয় ওভারে তিনটি উইকেট নেন তিনি। ভারতের টি-২০ ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে একই ওভারে তিন বা তার বেশি ব্যাটসম্যানকে আউট করার নজির গড়লেন স্রান। এর আগে অশোক দিন্দা টি-২০ ক্রিকেটে একই ওভারে তিনটি উইকেট নিয়েছিলেন। ২০১২-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে একই ওভারে তিনটি উইকেট নিয়েছিলেন দিন্দা। অভিষেক ম্যাচে স্রানের এই পারফরম্যান্স টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সেরা। অবশ্য স্রানের পারফরম্যান্স ভারতের পক্ষে অভিষেকে কোনও বোলারের পক্ষে সেরা।এর আগে ২০০৯-এ প্রজ্ঞান ওঝা বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ২১ রানে ৪ উইকেট নিয়েছিলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেকে সেরা পারফরম্যান্সের রেকর্ড বাংলাদেশের ইলিয়াস সানির দখলে। তিনি ২০১৩-তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















