East Bengal ISL Squad: ২১ তারিখ প্রথম ম্যাচে সামনে জামশেদপুর, আইএসএলের জন্য ৩৩ সদস্যের দল ঘোষণা এসসি ইস্টবেঙ্গলের
SC East Bengal Announce 33-Member Squad for HISL Season 2021-22: ২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। তার আগে আজ ৩৩ সদস্যের দল ঘোষণা করা হল।
পানাজি: গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) একেবারেই ভাল ফল হয়নি এসসি ইস্টবেঙ্গলের। জোড়া ডার্বি হারের ধাক্কা তো ছিলই, সেইসঙ্গে লিগ টেবলে তলানিতে শেষ করে লাল-হলুদ শিবির। এবার নতুন কোচ, বেশ কয়েকজন নতুন ফুটবলার যোগ দিয়েছেন দলে। ফলে ভাল ফলের আশায় লাল-হলুদ জনতা। তাঁরা দল নিয়ে আশায় বুক বাঁধছেন। ২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তার আগে আজ ৩৩ সদস্যের দল ঘোষণা করা হল।
লাল-হলুদের নতুন প্রধান কোচ হোসে ম্যানুয়েল দিয়াজ বলেছেন, ‘স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতা সংমিশ্রণ আছে। আমাদের দলে এমন কয়েকজন ফুটবলার আছে, যারা এই লিগের শুরু থেকে খেলছে। বিদেশি ফুটবলাররাও সর্বোচ্চ স্তরে খেলেছে। আমাদের বিশ্বাস, দলের গভীরতা বেশ ভাল।’
এবার লাল-হলুদ শিবিরের ভারতীয় ফুটবলারদের মধ্যে অন্যতম ভরসা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, ডিফেন্ডার আদিল খান, রাজু গায়কোয়াড়, মিডফিল্ডার অমরজিৎ সিংহ কিয়াম, মহম্মদ রফিক, জ্যাকিচাঁদ সিংহ, বিকাশ জাইরুরা। বিদেশি ফুটবলারদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার সেন্টার ব্যাক টমিস্লাভ মার্সেলা। তাঁর পারথ গ্লোরি এফসি-তে খেলার অভিজ্ঞতা আছে। অপর এক বিদেশি ডিফেন্ডার ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা স্টপার ফ্রাঞ্জো প্রেস। তাঁর ইতালির সিরি আ ক্লাব লাজিও-র হয়ে খেলার অভিজ্ঞতা আছে। মিডফিল্ডের ভরসা হল্যান্ডের বিখ্যাত দল আয়াখসের যুব দলের হয়ে খেলা ড্যারেন সিডেল ও স্লোভেনিয়ার আমির ডারভিসেভিচ। দুই বিদেশি স্ট্রাইকারের অন্যতম নরওয়ের প্রথম বিভাগের দল মলডে এফকে-র হয়ে তিনবার লিগ জেতা নাইজেরিয়ান ড্যানিয়েল চিমা চুকু। অপর এক বিদেশি স্ট্রাইকার ক্রোয়েশিয়ার অ্যান্টনিও পেরোসেভিচ।
গোটা দল-
গোলকিপার- অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায়, শুভম সেন।
ডিফেন্ডার- ড্যানিয়েল গোমস, জয়নার লরেন্সো, রাজু গায়কোয়াড়, আদিল খান, হীরা মণ্ডল, অঙ্কিত মুখোপাধ্যায়, গৌতম সিংহ, টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো প্রেস, সেরিনিও ফার্নান্ডেজ ও আকাশদীপ সিংহ।
মিডফিল্ডার- জ্যাকিচাঁদ সিংহ, সৌরভ দাস, আঙ্গুসানা ওয়াহেঙ্গবাম, অমরজিৎ সিংহ কিয়াম, মহম্মদ রফিক, লালরিনলিয়ানা হামতে, বিকাশ জাইরু,আমির ডারভিসেভিচ, ড্যারেন সিডেল, রোমিও ফার্নান্ডেজ, সঙ্গপু সিঙ্গসিট ও লোকেন মিতেই।
স্ট্রাইকার- বলবন্ত সিংহ, থঙ্গখোসিয়েম হাওকিপ, নাওরেম মহেশ, সিদ্ধান্ত শিরোদকর, ড্যানিয়েল চিমা চুকু, অ্যান্টনিও পেরোসেভিচ ও শুভ ঘোষ।