২৭ নভেম্বর মহারণ, আইএসএলে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, দেখে নিন দুই প্রধানের বাকি ম্যাচ সূচি
২০ নভেম্বর আইএসএলের উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। গতবারই মোহনবাগানকে আই লিগ জিতিয়ে যে কেরালা শিবিরের দায়িত্বে এবার বসেছেন কিবু ভিকুনা।
গোয়া : অপেক্ষার অবসান। নতুন রূপে নতুন মোড়কে বাঙালির চিরন্তন দ্বন্দ্বের দিনক্ষণ সামনে চলে এল। ২৭ নভেম্বর হতে চলেছে মহাকাঙ্খিত বড় ম্যাচ।
তিলক ময়দানে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের মহারণ। যে ম্যাচ দিয়েই আবার তাদের অভিযান শুরু করবে রবি ফাউলারের প্রশিক্ষণাধীন লাল-হলুদ ব্রিগেড। অ্যান্তোনিও লোপেজ হাবাসের সবুজ-মেরুণ শিবির অবশ্য তার আগে একটি ম্যাচ খেলে ফেলবে।
সপ্তম আইএসএলের ঢাকে কাঠি পড়ছে এটিকে মোহনবাগানের ম্যাচ দিয়েই। ২০ নভেম্বর বাম্বোলিনের জেএমসি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। গতবারই মোহনবাগানকে আই লিগ জিতিয়ে যে কেরালা শিবিরের দায়িত্বে এবার বসেছেন কিবু ভিকুনা।
করোনার জেরে তৈরি হওয়া পরিবর্তিত পরিস্থিতিতে এবারে গোয়াতেই হবে আইএসএলের যাবতীয় ম্যাচ।
একাধিক প্রতিবন্ধকতার মধ্যে প্রতিযোগিতা আয়োজনের জন্য আপাতত এদিন ১১ দলের শুধুমাত্র প্রথম লেগের ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে আইএসএল কর্তৃপক্ষ। দ্বিতীয় লেগের বাকি সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।কিছুদিন আগে ২০ নভেম্বর আইএসএলের সূচি ঘোষণার খবর সামনে আসার পর থেকেই ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন বড় ম্যাচের দিনক্ষণ জানার জন্য। তাই আই লিগের বৃত্ত পেরিয়ে আইএসএলের মঞ্চে প্রথম বড় ম্যাচ হতে চলেছে এবারই। ফুটবলভক্তরা যে ইতিমধ্য়ে ক্যালেন্ডারে দাগ দেওয়ার কাজে লেগে পড়েছেন তা বলাই যায়।
ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সূচি- এটিকে মোহনবাগান- ২০ নভেম্বর (কেরালা ব্লাস্টার্স), ২৭ নভেম্বর (এসসি ইস্টবেঙ্গল), ৩ ডিসেম্বর (ওডিশা এফসি), ৭ ডিসেম্বর (জামশেদপুর এফসি), ১১ ডিসেম্বর (হায়দারাবাদ এফসি), ১৬ ডিসেম্বর (এফসি গোয়া), ২১ ডিসেম্বর (বেঙ্গালুরু এফসি), ২৯ ডিসেম্বর(চেন্নাইয়ান এফসি), ৩ জানুয়ারি (নর্থইস্ট ইউনাইটেড), ১১ জানুয়ারি (মুম্বই সিটি এফসি) এসসি ইস্টবেঙ্গল- ২৭ নভেম্বর (এটিকে মোহনবাগান), ১ ডিসেম্বর (মুম্বই সিটি এফসি), ৫ ডিসেম্বর (নর্থইস্ট ইউনাইটেড), ১০ ডিসেম্বর (জামশেদপুর এফসি), ১৫ ডিসেম্বর (হায়দরাবাদ এফসি), ২০ ডিসেম্বর (কেরালা ব্লাস্টার্স এফসি), ২৬ ডিসেম্বর (চেন্নাইয়া এফসি), ৩ জানুয়ারি (ওডিশা এফসি), ৬ জানুয়ারি (এফসি গোয়া), ৯ জানুয়ারি (বেঙ্গালুরু এফসি)