এক্সপ্লোর
Advertisement
পয়েন্ট ধরে রাখতে গেলে বড় ব্যবধানে সিরিজ জিততেই হবে কোহলিদের
দুবাই: বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের লড়াই শুধু দু দলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। টেস্ট ক্রমতালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতের সঙ্গে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার অদৃশ্য লড়াইও চলবে। ভারত যেমন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চার টেস্টের সিরিজ খেলতে নামছে, অস্ট্রেলিয়াও আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে। ক্রমতালিকায় নিজেদের অবস্থান ধরে রাখা এবং পয়েন্ট বাড়ানোর দিকেই লক্ষ্য থাকবে সব দলের।
ভারতের এই মুহূর্তে পয়েন্ট ১১২। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের থেকে ৪৪ পয়েন্টে এগিয়ে বিরাট কোহলিরা। পয়েন্ট ধরে রাখতে গেলে ভারতকে অন্তত ৩-০ ব্যবধানে সিরিজ জিততেই হবে। ২-০ বা ৩-১ ব্যবধানে জিতলেও ভারতের পয়েন্ট কমে হবে ১১০।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ যদি ৩-১ বা ২-০ ফলে সিরিজ জিতে যায়, তাহলে ভারতের পয়েন্ট কমে হবে ৯৮। কিন্তু ভারত যদি বড় ব্যবধানে সিরিজ জিততে পারে এবং অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানেও হেরে যায়, তাহলে স্টিভ স্মিথের দলের পয়েন্ট কমে হবে ১১১। সেক্ষেত্রে কোহলিরাই শীর্ষে চলে যাবেন। তাই এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আইসিসি ক্রমতালিকায় দলের অবস্থান ধরে রাখার পাশাপাশি ভারতীয় দলের ক্রিকেটাররাও ব্যক্তিগত অবস্থান উন্নত করার লক্ষ্যে এই সিরিজে খেলতে নামবেন। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বোলারদের ক্রমতালিকার দু নম্বরে আছেন। শীর্ষে থাকা পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ ৭ পয়েন্টে এগিয়ে আছেন। ক্যারিবিয়ান সফরে ভাল পারফরম্যান্স অশ্বিনকে শীর্ষে নিয়ে যেতে পারে। ভারতের এই অফ স্পিনার সেই লক্ষ্যেই খেলতে নামবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement