এক্সপ্লোর
Advertisement
দ্রাবিড়কে দেখে শিক্ষা, এবার জুনিয়র দলের কোচিংয়ের দায়িত্ব প্রাক্তন ক্রিকেটারদের হাতে তুলে দিতে চলেছে পাকিস্তান
করাচি: জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক দলগুলির কোচ ও ম্যানেজার হিসেবে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের জুনিয়র দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সাফল্য থেকে শিক্ষা নিয়ে একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড।
পাকিস্তানের অনূর্দ্ধ ১০ দলের কোচ ও ম্যানেজার হিসেবে প্রাক্তন অধিনায়ক ইউনিস খানের নাম বিবেচনা করা হচ্ছে বলে জল্পনা চলছে।
টেস্টে পাকিস্তানের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ইউনিস খান গত বছর অবসর নিয়েছেন। প্রথম পাক ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেছেন। তাঁর পরিকল্পনা রূপায়ণের ব্যাপারে বোর্ড তাঁকে পূর্ণ স্বাধীনতা দিলে তিনি জুনিয়র প্লেয়ারদের কোচ হিসেবে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ইউনিস।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, অস্ট্রেলিয়া রডনি মার্শ, অ্যালান বর্ডার ও রিকি পন্টিংয়ের মতো তাদের প্রথমসারির খেলোয়াড়দের সাহায্য ব্যবহার করেছে। ভারতও তাদের অনূর্দ্ধ ১৯ দলের কোচিংয়ের দায়িত্ব রাহুল দ্রাবিড়কে দিয়েছে এবং এতে বেশ ভালো ফল পাওয়া গিয়েছে।
ভারতের অনূর্দ্ধ ১৯ এবং এ দলের কোচ হিসেবে তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রে দ্রাবিড়ের ভূমিকা সংশ্লিষ্ট মহলের প্রশংসা আদায় করে নিয়েছে। তাঁর কোচিংয়ে অনূর্দ্ধ ১৯ দল গত বছর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।
অস্ট্রেলিয়াতে বর্ডার নির্বাচক হিসেবে কাজ করেছেন এবং পন্টিং বর্তমানে জাতীয় দলে কোচিং স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন।
অন্যদিকে, অনূর্দ্ধ ১৯ দলের কোচ ও ম্যানেজারদের বারবার বদলই যেন পাকিস্তানে দস্তুর। দলের পারফরম্যান্সও পাতে দেওয়ার মতো নয়। যুব দলের কোচ ও ম্যানেজার হিসেবে হাইপ্রোফাইল প্রাক্তন প্লেয়ারদের নিয়োগ করা থেকে এতদিন বিরতই থেকেছে পাক বোর্ড।
মানি বলেছেন, বোর্ড শেষপর্যন্ত প্রাক্তন সিনিয়র প্লেয়ারদের তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেছেন, উঠতি ক্রিকেটারদের ক্লাস নেওয়ারও প্রয়োজন রয়েছে। কারণ, ওরা বিদেশে দেশের প্রতিনিধিত্ব করে। ন্যাশনাল ক্রিকেট অকাডেমিতে প্লেয়ারদের গ্রুমিং ও শিক্ষা দেওয়া হবে।
মানি আরও বলেছেন, ভারত যেমন করেছে, তেমনই আমাদের উচিত বিদেশী কোচদের পাশাপাশি নিজেদের কোচও রাখা।
পিসিবি প্রাক্তন টেস্ট অধিনায়ক মুহাম্মদ ইউসুফকে ন্যাশনাল ক্রিকেট অকাডেমির ব্যাটিং কোচ করার কথা ভাবছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement