Ind vs WI: জাতীয় দলে ফিরছেন কুলদীপ, সুযোগ মিলতে পাবে রবি বিষ্ণোইয়ের
Ind vs WI: তার আগে সূত্রের খবর, দীর্ঘদিন পর সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলে ফিরতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য তাঁকে ভাবা হচ্ছে।
মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য খুব তাড়াতাড়িই জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই (bcci)। তার আগে সূত্রের খবর, দীর্ঘদিন পর সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলে ফিরতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য তাঁকে ভাবা হচ্ছে। শুধু তাইই নয়, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ও পঞ্জাব কিংসের হয়ে দারুণ পারফর্ম করা তরুণ লেগস্পিনার রবি বিষ্ণোইকেও (ravi bishnoi) জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে। টি-টোয়েন্টি স্কোয়াডে রবিকে ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৩টি ওয়ান ও ৩টি টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ খেলবে ভারতীয় দল। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন যে, ''কুলদীপ যাদব জাতীয় দলে ফিরতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্যাটে। নতুনদের মধ্যে রবি বিষ্ণোই প্রথমবার সুযোগ পেতে পারে।''
উল্লেখ্য, রবি শাস্ত্রী-বিরাট কোহলি জমানায় ধীরে ধীরে জাতীয় দলে নিজের জায়গা হারিয়েছিলেন কুলদীপ। কিন্তু নির্বাচকদের মনে হয়েছে যে সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অন্যতম বড় এক্স ফ্যাক্টর হতে পারেন কুলদীপ যাদব। গত সেপ্টেম্বরেই হাঁটুর অপারেশন করিয়েছেন। তবে এই মুহূর্তে পুরো ফিট কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা এই তরুণ লেগি। জশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে আসন্ন সিরিজে। অন্যদিকে ভুবনেশ্বর কুমারকে ওয়ান ডে সিরিজে যদিও বা রাখা হয় তাঁকে টি-টোয়েন্টি সিরিজে দলে রাখতে আগ্রহী নয় নির্বাচকমণ্ডলী।
গতকাল ২৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য দল নির্বাচনের কথা ছিল। কিন্তু রাহুল দ্রাবিড় ও কিছু নির্বাচকদের অনুপস্থিতিতে তা করা সম্ভব হয়নি। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের পৌঁছোনোর জন্য ২৪ ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে অনেককে। তাই জেটল্যাগ একটা ইস্যু। সেই জন্যই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল।