Shafali Verma Record: বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন শেফালি
IND W vs BAN W: বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে অর্ধশতরান করার পাশাপাশি বল হাতেও দুই উইকেট নেন শেফালি। ম্যাচে ভারত বাংলাদেশকে ৫৯ রানে হারায়।
সিলেট: হালে তাঁর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। বয়ে গিয়েছিল সমালোচনার ঝড়। তবে বাংলাদেশের বিরুদ্ধে (INDW vs BANW) চলতি এশিয়া কাপে (Women's Asia Cup 2022) দুরন্ত অর্ধশতরানে ফর্মে ফেরার আভাস দিলেন ভারতের তারকা ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma)। অর্ধশতরানের ইনিংস খেলার পাশাপাশি দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হন শেফালিই। পাশাপাশি এই ম্যাচেই এক বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন ভারতীয় তরুণী।
শেফালির বিশ্বরেকর্ড
শেফালি বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কায়। এই ইনিংসের সুবাদেই বিশ্বরেকর্ড গড়লেন শেফালি। কণিষ্ঠতম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের গণ্ডি পার করলেন শেফালি। তিনি আরেক ভারতীয় তারকারই রেকর্ড ভাঙলেন। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল জেমাইমা রডরিগেজের দখলে। ২১ বছর ৩২ দিনে তিনি ১০০০ টি-টোয়েন্টি রান করেছিলেন। শেফালি মাত্র ১৮ বছর ২৫৩ দিনেই এক হাজার রান করে ফেললেন।
পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে এই তালিকায় নাম লেখালেন শেফালি। এর আগে মিতালি রাজ, জেমাইমা, স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে হাজার টি-টোয়েন্টি রান করার কৃতিত্ব অর্জন করেছেন। শেফালি কণিষ্ঠতম হিসাবে এই রেকর্ড স্পর্শ করলেও, মাত্র ৪০ ইনিংসে দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজই।
ম্যাচের হালহকিকত
বাংলাদেশের বিরুদ্ধ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় স্ট্যান্ড ইন অধিনায়ক স্মৃতি। দলের দুই ওপেনার শেফালি ও স্মৃতি মান্ধানা, অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন। ওপেনিংয়ে ৯৬ রান যোগ করেন স্মৃতি ও শেফালি। এই ওপেনিং পার্টনারশিপে ভর করেই ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। তিন নম্বরে নেমে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন জেমাইমা রডরিগেজ। রানে ফিরলেন তিনিও। ২৪ বলে ৩৫ রানের সুন্দর একটি ইনিংস খেলেন তিনি। তবে হরমনপ্রীতহীন ভারতীয় মিডল অর্ডার ব্যাট হাতে ব্যর্থ হয়। এর ফলে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি ভারত।
জবাবে বাংলাদেশ মাত্র ১০০ রানের বেশি এগোতে পারেনি। বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা ৩৬ রান করেন। ওপেনার ফরজানা হক ৩০ রান করলেও, তা করতে ৪০ বল খেলে ফেলেন। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২১ রান করতে নেন ২৫ বল। তাই বাংলাদেশি ওপেনাররা ৪৫ রান যোগ করলেও, শুরু থেকেই ম্যাচে পিছিয়ে পড়েছিল পদ্মাপারের দল। শেষমেশ সাত উইকেটে ১০০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা দুইটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রেণুকা সিংহ ও স্নেহ রানা। সোমবার তাইল্যান্ডের বিরুদ্ধে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল।
আরও পড়ুন: সূর্যকুমারের সঙ্গে এক নম্বর ব্যাটার হওয়ার লড়াই নিয়ে মুখ খুললেন রিজওয়ান