IND W vs THAI W: শেষ ৫ ওভারে রানের গতি বাড়াতে ব্যর্থ, ১৪৮ রানেই থামল ভারতের ব্যাটিং ইনিংস
India vs Thailand: শেষ পাঁচ ওভারে ভারতীয় ব্যাটাররা রানের গতি বাড়াতে ব্যর্থ হন। ডেথ ওভারে তিন উইকেটের বিনিময়ে মাত্র ৩১ রান তোলে ভারত।
সিলেট: তাইল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের এশিয়া কাপের (Women's Asia Cup 2022) সেমিফাইনালে ১৫০ রানের গণ্ডিও টপকাতে পারল না। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৪৮ রান তুলল ভারতীয় দল। ভারতের হয়ে ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma) সর্বোচ্চ ৪২ রান করেন। শেষ পাঁচ ওভারে ভারতীয় ব্যাটাররা রানের গতি বাড়াতে ব্যর্থ হন। ডেথ ওভারে তিন উইকেটের বিনিময়ে মাত্র ৩১ রান তোলে ভারত। এর ফলেই ১৫০ রানের গণ্ডি টপকাতে পারল না হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।
প্রথমে ব্যাটিং
ম্যাচের শুরুর আগে সিলেটে কয়েক পশলা বৃষ্টি হয়। সেই আর্দ্র পরিবেশের সাহায্য নিতে সম্ভবত এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তাইল্যান্ড। বিগত দুই ম্যাচে হালকা চোট থাকায় মাঠে নামতে পারেননি হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তবে আজ চোট সারিয়ে, সেমিফাইনাল ম্যাচে একাদশে ফেরেন দলের অধিনায়ক হরমন। ব্যাট হাতে এদিন ভারতীয় ওপেনাররা শুরুটা মন্দ করেননি। তবে স্মৃতি মান্ধানা গোটা ইনিংসেই বল ঠিকঠাক টাইম করতে পারছিলেন না। শেষমেশ ১৪ বলে ১৩ রানে সাজঘরে ফেরেন তিনি।
সফল হরমনপ্রীত
টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক জেমাইমা রডরিগেজও দ্রুত রান তুলতে ব্যর্থ হন। ২৭ রান করতে ২৬ বল নেন তিনি। অবশ্য শেফালি কিন্তু অপরদিক থেকে বেশ ভাল ছন্দেই ছিলেন। তাঁর দৌলতেই ভারতীয় দল পাওয়ার প্লের ছয় ওভারে ৪৭ রান তোলে। শেফালি ২৮ বলে ৪২ রান করেন। তিনি আউট হওয়ার পর ভারতীয় ইনিংস কিছুটা গতি হারিয়ে ফেলে। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৬ রানের সুন্দর একটি ইনিংস খেলেন বটে। তবে অপর প্রান্ত থেকে তেমন সাপোর্ট পাননি তিনি। শেষের দিকে পূজা বস্ত্রকর ১৭ রানের ছোট্ট ইনিংস না খেললেও হয়তো আরও চাপে পড়তে পারত ভারত।
নিজেদের ব্যাটিং ইনিংসে শেষের দিকে মন্থর ব্যাটিংই ভারতকে ১৫০ রানের নীচে থামতে বাধ্য করে। তাইল্যান্ড বোলাররা বেশ প্রভাবিত করেন। এই তাইল্যান্ডকেই দিনকয়েক আগে ৩৭ রানে অলআউট করেছিলেন ভারতীয় বোলাররা। ১৪৮ রানের পুঁজি বিশাল বড় না হলেও, গত ম্যাচের আত্মবিশ্বাসকেই কাজে লাগিয়ে এই ম্যাচেই সাফল্য পাওয়ার লক্ষ্যে মাঠে নামবে ভারত। হরমনপ্রীতরা প্রথম দল হিসাবে এশিয়া কাপের ফাইনালে নিজেদের টিকিট বুক করতে পারেন কি না, এথন, সেটাই দেখার।