(Source: ECI/ABP News/ABP Majha)
সদ্যোজাত পঞ্চম কন্যার নাম ঘোষণা আফ্রিদির, ট্যুইটারে ধন্যবাদ জানালেন প্রস্তাবকারীকে
ভক্তদের কাছে সদ্যোজাত পঞ্চম কন্যার নামের প্রস্তাব চেয়ে ট্যুইট করেছিলেন আফ্রিদি
করাচি: জল্পনার অবসান। শাহিদ আফ্রিদির সদ্যোজাত পঞ্চম কন্যার নাম ‘আরবা’। রবিবার, ট্যুইটারে নাম ঘোষণা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। একইসঙ্গে ধন্যবাদ জানালেন নাম প্রস্তাবকারীকে।
I’ve enjoyed taking time reading all of your name suggestions for our baby: Thank You so much! The suspense is over and ‘Arwa’ is the name we have gone for ☺. Thanks & congrats to @AbdulQa40839442 @sheenwaheed @MoonaAfridi @khurrammustafa7 @Whosain1 @amjad_paracha #Arwa https://t.co/ZVSfZ9F9uc
— Shahid Afridi (@SAfridiOfficial) February 16, 2020
শুক্রবার পঞ্চমবার বাবা হন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ভক্তদের কাছে নাম প্রস্তাবের আর্জি জানিয়েছিলেন। একইসঙ্গে প্রাক্কন অল-রাউন্ডার ঘোষণা করেছিলেন, যাঁর নাম পছন্দ হবে, তাঁকে দেওয়া হবে পুরস্কার।
ট্যুইটারে আফ্রিদি লেখেন, ‘এটা আমার অনুগামীদের জন্য। যেমনটা আপনারা জানেন, আমার মেয়েদের নাম ‘এ’ দিয়ে শুরু হয়, তাই পরিবারের নতুন সদস্যের জন্য এ-আদ্যাক্ষর দিয়ে শুরু একটা নাম প্রস্তাব করতে। যাঁর নাম আমি বেছে নেব, তিনি পুরস্কার পাবেন।’
Blown away by the love my family & I are receiving. May Allah SWT keep all of our children under his shade & protection always, Ameen. Big thanks to @sanabucha @MHafeez22 @waqyounis99 @aliktareen @ZAbbasOfficial @WahabViki @najamsethi @iamfawadalam25 @sohailmalik614 @HamidMirPAK https://t.co/72xa0n7ITw
— Shahid Afridi (@SAfridiOfficial) February 15, 2020
এর আগে, মেয়ে হওয়ার খবর ট্যুইটারে ঘোষণা করেন আফ্রিদি। সদ্য জন্মানো কন্যাকে কোলে নিয়ে বাকি মেয়েদের সঙ্গে নিয়ে একটি ছবি তিনি ট্যুইট করে লেখেন, চার হয়ে গেল পাঁচ। লেখেন, ঈশ্বরের আশির্বাদ ও কৃপা আমার ওপর রয়েছে। আগেই আমি চার মেয়ের বাবা ছিলাম। এবার পঞ্চম কন্যার বাবা হলাম। আমার শুভাকাঙ্খীদের সঙ্গে এই খুশির খবরটা ভাগ করে নিলাম। সম্প্রতি, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের হয়ে সওয়াল করেন আফ্রিদি। তাঁর মতে, এই দুই দেশ একে অপরের সঙ্গে ক্রিকেট খেললে আদতে লাভবান হবে খেলাটাই। আফ্রিদি পরিষ্কার জানিয়ে দেন, তিনি চাইছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকটীয় সম্পর্ক ফের চালু হোক। তিনি এ-ও দাবি করেন, ভারত-পাকিস্তান সিরিজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া অ্যাসেজের থেকেও বড় হবে।
Shahid Afridi, Becomes Father For Fifth Time,Posts Picture With Daughters, Asks Fans To Name New-born, Arwa