৩০ এপ্রিল আসছে আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’
করাচি: প্রকাশিত হতে চলেছে পাকিস্তান ক্রিকেটের বর্ণময় চরিত্র শাহিদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’। চলতি মাসের শেষে, ৩০ তারিখ শাহিদের বই প্রকাশিত হবে বলেই পিটিআই সূত্রের খবর। প্রাক্তন পাক তারকার আত্মজীবনী লিখেছেন খ্যাতনামা পাক সাংবাদিক ওয়াযাহত সঈদ খান। প্রাক্তন পাক অধিনায়কের ২০ বছরের ক্রিকেট জীবনের নানাবিধ ঘটনা, বিতর্ক, কলঙ্কিত অধ্যায়-সবই এই বইতে তুলে ধরেছেন ওয়াযাহত।
আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৬ সালের এপ্রিলে। ১৯৯৬ সালে অভিষেক করার পর এই দীর্ঘ দুই দশক পাক দলের অনেক চড়াই উতরাইয়ের সঙ্গী হয়েছেন শাহিদ। ১৬ বছর থেকে ৩৬ বছর বয়স পর্যন্ত খেলেছেন একাধিক কিংবদন্তি ক্রিকেটারের অধিনায়কত্বে। আনওয়ার, ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিস, ইনজামাম উল হকের মতো ক্রিকেটারদের সান্নিধ্য পেয়েছেন তিনি। সাক্ষ্মী থেকেছেন কোচ বব উলমারের আকস্মিক মৃত্যুর মতো কলঙ্কিত অধ্যায়েরও।
২৭টি টেস্ট, ৩৯৮টি একদিনের আন্তর্জাতিক, ৯৯টি টি-টোয়েন্টি মিলিয়ে ১১ হাজার ৭৩৮ রান করেছেন শাহিদ। ঝুলিতে রয়েছে ৫৪১টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সাড়ে চারশোর ওপর ওভার বাউন্ডারি মেরেছেন। ছক্কা হাকানোর তালিকায় গোটা বিশ্বে আফ্রিদি (৪৭৬) দ্বিতীয়, গেইলের (৫১৭) পরেই।
যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও গোটা বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগ খেলেন এই পাক তারকা। আইপিএল থেকে শুরু করে বিশ্বের নজরকাড়া টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করেছেন তিনি।