এক্সপ্লোর
Advertisement
Shakib Al Hasan Career: কপিল-পোলকদের বহু পিছনে ফেলে বিরল এই রেকর্ড গড়লেন শাকিব
নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নায়ক শাকিব আল হাসান। বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক আবারও প্রমাণ করলেন, কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শাকিব আল হাসান দেশের মাটিতে ছয় হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।
ঢাকা: নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নায়ক শাকিব আল হাসান। বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক আবারও প্রমাণ করলেন, কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শাকিব আল হাসান দেশের মাটিতে ছয় হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রান করে এই মাইলফলক স্পর্শ করেন শাকিব। বাংলাদেশের মাটিতে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে শাকিবের সংগ্রহ ছয় হাজার রান। আর বল হাতে বাঁহাতি স্পিনার শিকার নিয়েছেন ৩০০ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মাটিতে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের নজির আর কোনও অলরাউন্ডারের নেই।
দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই সিরিজের প্রথম ওয়ান ডে-তে মাত্র ৮ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন শাকিব। আর ব্যাট হাতে করেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে ৪৩ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট। সিরিজের শেষ ম্যাচে সোমবার চট্টগ্রামে ৮১ বল খেলে তিনটি বাউন্ডারি মেরে শাকিব করেন ৫১ রান।
শাকিব আল হাসান জাতীয় দলের হয়ে ২০৯ ওয়ান ডে, ৭৬টি-টোয়েন্টি ও ৫৬টি টেস্টে খেলেছেন। ১৪টি সেঞ্চুরি-সহ ১১ হাজার ৮৬৫ রান সংগ্রহ করেছেন তিনি। আর বল হাতে সব মিলিয়ে ৩৪১ ম্যাচে ৫৬৮ উইকেট নিয়েছেন।
ভারতকে ’৮৩ বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক কপিল দেব তালিকায় দ্বিতীয়। দেশের মাটিতে তিনি ৩০০ উইকেট পেয়েছেন ঠিকই কিন্তু শাকিবের চেয়ে পিছিয়ে আছেন রানে (৪১৫৮ রান)। ভারতের মাটিতে কপিল ৩১৯ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ৪১৫৮ রান। তালিকায় পরের নামগুলি যথাক্রমে শন পোলক, স্টুয়ার্ট ব্রড, শেন ওয়ার্ন, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, ব্রেট লি। পোলক তাঁর দেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ৩৫৫৬ রান তুলেছেন। উইকেটসংখ্যা ৪৪৫। পোলক উইকেট সংখ্যায় শাকিবের চেয়ে এগিয়ে। কিন্তু রানের দৌড়ে এগিয়ে থাকায় নির্দিষ্ট এই তালিকার শীর্ষে উঠেছেন শাকিব।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement