এক্সপ্লোর
Advertisement
শামিকে আইপিএল-এ খেলানো নিয়ে বিসিসিআই-এর মতামতের অপেক্ষায় দিল্লি ডেয়ারডেভিলস
নয়াদিল্লি: স্ত্রী হাসিন জাহানের একগুচ্ছ অভিযোগের পরেই বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার মহম্মদ শামি। এবার তাঁর আইপিএল-এ খেলা নিয়েও সংশয় তৈরি হল। বাংলার এই পেসারকে প্রস্তুতি শিবিরে ডাকা হবে কি না, সে বিষয়ে বিসিসিআই-এর কাছ থেকে আইনি পরামর্শ চাইছে দিল্লি ডেয়ারডেভিলস। বিসিসিআই অনুমতি না দিলে আইপিএল-এও খেলতে পারবেন না শামি।
দিল্লি ডেয়ারডেভিলসের এক কর্তা বলেছেন, ‘দিল্লি ডেয়ারডেভিলস ম্যানেজমেন্ট এ বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিতে পারে না।আইপিএল-এ যে খেলোয়াড়রা খেলেন, তাঁদের সঙ্গে বিসিসিআই ও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির চুক্তি হয়। মহম্মদ শামির বিষয়টি সংবেদনশীল। এ বিষয়ে আমরা বিসিসিআই-এর শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করছি। কোনও ক্রিকেটারের জন্য ফ্র্যাঞ্চাইজির বদনাম হলে ব্যবস্থা নেওয়ার আইন আছে। তবে এ বিষয়ে আইনজীবীরাই কথা বলতে পারবেন।’
বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘এখন শামির বিষয়টি সংবেদনশীল হয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসা ও অত্যাচারের অভিযোগ নিয়ে সরব মানুষ। তাই শামি যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন, তাঁকে দলে নিলে ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তাই দিল্লি ডেয়ারডেভিলসের আশঙ্কার সঙ্গত কারণ আছে। তাঁরা যে ব্র্যান্ড তৈরি করেছেন, সেটা রক্ষা করতে চাইবেন।’
বিসিসিআই-এর কয়েকজন কর্তা আবার মনে করছেন, শামির সঙ্গে চুক্তি বাতিল করার আগে পুলিশি তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাইয়ের। সোমবার মুম্বইয়ে অধিনায়কদের আলোচনাসভার ফাঁকে শামির বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না, কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী ও সিইও রাহুল জোহরি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement