Shane Warne Demise : মাদক নিয়ে বিশ্বকাপ শুরুর একদিন আগেই বাড়ি-ফেরত ! বিতর্ক পিছু ছাড়েনি ওয়ার্নের
Shane Warne Demise : বিতর্কিত ওয়ার্নের প্রচুর ভক্ত রয়েছে ভারতে। আইপিএলের প্রথম চারটি মরসুমও খেলেন তিনি। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে...
নয়া দিল্লি : প্রয়াত শেন ওয়ার্ন (Shane Warne)। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উঠে আসছে কিংবদন্তি স্পিনারের একের পর এক সাফল্যের নজির। সঙ্গে ওয়ার্নের কেরিয়ারের বিভিন্ন উত্থান-পতনও। কেরিয়ারে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালে বিশ্বকাপ শুরুর একদিন আগে ওয়ার্নকে বাড়ি ফেরত পাঠানো হয়। কারণ, ড্রাগ টেস্টে তাঁর রেজাল্ট পজিটিভ এসেছিল। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানায়, তার তিন বছর আগে ওয়ার্ন ও মার্ক ওয়া'কে জরিমানা করা হয়েছিল। কারণ, পিচ ও আবহাওয়া নিয়ে তথ্য দেওয়ার জন্য এক বুকমেকারের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাঁরা।
১৯৯৯ সালে বিশ্বকাপ শুরুর আগে, আইসিসি-র তরফে ওয়ার্নকে জরিমানা ও দুই ম্যাচ সাসপেন্ড করা হয়েছিল। শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গাকে নিয়ে একটি সংবাদপত্রে কথা বলায় এই 'শাস্তি'।
এহেন বিতর্কিত ওয়ার্নের প্রচুর ভক্ত রয়েছে ভারতে। এমনকী আইপিএলের প্রথম চারটি মরসুমও খেলেন তিনি। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে। এমনকী ২০০৮ সালে ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলকে জয়ে নেতৃত্বও দেন।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পরেই। মুরলীধরন টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৭১ রানের বিনিময়ে ৮ উইকেট। একটা সময় বিশ্বকে শাসন করেছেন তিন স্পিনার। মুরলী, ওয়ার্ন ও ভারতের অনিল কুম্বলে। তিনজনের মধ্যে কে বিশ্বের সেরা, তা নিয়ে তর্কের ঝড়ও উঠেছে।
অনেকেই মনে করেন, শতাব্দীর সেরা বলটি বেরিয়েছিল ওয়ার্নের হাত থেকে। যে ডেলিভারিতে তিনি মাইক গ্যাটিংকে বোল্ড করেছিলেন। টেস্টের পাশাপাশি ওয়ান ডে-তেও একইরকম সাফল্য। ১৯৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৯৩ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। ওয়ান ডে-তে তাঁর সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার।