এক্সপ্লোর
Advertisement
শাস্ত্রীই সম্ভবত কোচ হবেন, বললেন গাওস্কর
নয়াদিল্লি: কোচ হিসেবে ভারতীয় দলের ড্রেসিংরুমে ফিরতে চলেছেন প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। এমন মনে করছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাওস্কর।
অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতান্তরের জেরে কোচ পদে অনিল কুম্বলে ইস্তফা দেওয়ার পর নতুন কোচ নিয়োগের জন্য বিসিসিআই আবেদনপত্র গ্রহণ করছে। ইতিমধ্যেই আবেদন করেছেন রবি শাস্ত্রী।
সূত্রের খবর, টিম ইন্ডিয়ার খেলোয়াড়রাও শাস্ত্রীকেই চাইছেন। বোর্ড চাইছে, ড্রেসিংরুমে যাতে কোনও সংঘাতের পরিবেশ তৈরি না হয়। এই অবস্থায় শাস্ত্রীই এগিয়ে রয়েছেন বলে ক্রিকেট মহলের অনুমান। সেই ধারনাই পোষণ করলেন গাওস্করও। তিনি বলেছেন, ২০১৪-তে শাস্ত্রীর হাত ধরেই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল।
গাওস্কর বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর বোর্ড শাস্ত্রীকে টিম ডিরেক্টর হিসেবে যোগ দিতে বলেছিল। এরপরই দলের পারফরম্যান্সে হঠাত্ করেই পরিবর্তন আসে। এবার তিনিই আবার আবেদন করেছেন। তাই সম্ভবত শাস্ত্রীকেই কোচ হিসেবে বেছে নেওয়া হবে।
২০১৪-১৬ পর্যন্ত টিম ডিরেক্টর ছিলেন শাস্ত্রী। কোহলি সহ দলের খেলোয়াড়দের সঙ্গে তাঁর দারুন সম্পর্ক রয়েছে।
শাস্ত্রী ছাড়াও কোচের পদের লড়াইতে রয়েছেন বীরেন্দ্র সহবাগ, ভেঙ্কটেশ প্রসাদ, টম মুডি, রিচার্ড পাইবস, ডোড্ডা গণেশ,লালচাঁদ রাজপুত, ফিল সিমন্স। আগামী ১০ জুলাই ইন্টারভিউ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement