এক্সপ্লোর
Advertisement
সহবাগের 'বেটা বেটা হোতা হ্যায়, বাপ বাপ হোতা হ্যায় ' মন্তব্যের জবাব শেষপর্যন্ত দিলেন শোয়েব আখতার
ক্রিকেট ময়দানে গতির আগুন ছোটাতেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। ধারাবাহিকভাবে প্রতি ঘন্টায় প্রায় দেড়শো কিমি গতির বলে ব্যাটসম্যানদের নাজেহাল করতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন আগেই।
নয়াদিল্লি: ক্রিকেট ময়দানে গতির আগুন ছোটাতেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। ধারাবাহিকভাবে প্রতি ঘন্টায় প্রায় দেড়শো কিমি গতির বলে ব্যাটসম্যানদের নাজেহাল করতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন আগেই। কিন্তু এরপরও আক্রমণাত্মক মানসিকতা রয়েই গিয়েছে তাঁর। ক্রিকেট সম্পর্কে বিভিন্ন বিষয়ে তাঁর মতামতে সেই মানসিকতার প্রতিফলন ঘটে।
এবার মাঠে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগের সঙ্গে তাঁর বাকযুদ্ধ নিয়েও প্রতিক্রিয়া জানালেন শোয়েব আখতার। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি টেস্ট ম্যাচে সহবাগের তাঁকে স্লেজ করার দাবি অস্বীকার করেছেন শোয়েব আখতার।
ম্যাচ চলাকালে শোয়েব আখতারের স্লেজিংয়ের পাল্টা জবাব দিয়েছিলেন সহবাগ। বলেছিলেন, 'বেটা বেটা হোতা হ্যায়, বাপ বাপ হোতা হ্যায় '। তাঁর বোলিংয়ে হুক শট খেলতে ভারতীয় ওপেনারকে স্লেজ করছিলেন শোয়েব আখতার।
ওই সময় সচিন তেন্ডুলকর ব্যাটিং করছিলেন। ২০০ রানের আশেপাশে ব্যাট করছিলেন তিনি। সেই সময় শোয়েব আখতার সহবাগকে স্লেজ করতে শুরু করেন। কিন্তু সহবাগ পাল্টা দু কথা শুনিয়ে দেন শোয়েব আখতারকে। কিন্তু পাক পেসারকে সচিনকে বাউন্সার দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, ''ও তেরা বাপ খাড়া হ্যায় নন-স্ট্রাইকিং এন্ড পে, উস কো বোল ও মার কে দিখায়েগা (নন স্ট্রাইকিং প্রান্তে তোমার বাবা দাঁড়িয়ে। ওকে বল ও মেরে দেখাবে)'। পরের ওভারে শোয়েব বাউন্সার দিলে ছক্কা হাঁকান সচিন। এরপর আমি বলি, ''বেটা বেটা হোতা হ্যায়, বাপ বাপ হোতা হ্যায় '।''
একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সহবাগ অভিনেতা শাহরুখ খানকে এই ঘটনার কথা জানিয়েছিলেন।
যদিও শোয়েব আখতার সহবাগের দাবি খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি এমন কোনও ঘটনাই ঘটেনি।
ওই উত্তপ্ত বচসার ঘটনা প্রসঙ্গে এক পাক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শোয়েব আখতার বলেছেন, 'এমন কথা বললেন ওকে ছেড়ে দিতাম! মাঠেই মারতাম, পরে হোটেলেও।'
উল্লেখ্য, ক্রিকেট মাঠ সাক্ষী থেকেছে সহবাগ ও শোয়েব আখতারের বহু স্মরণীয় লড়াইয়ের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement