Mumbai's Fitness Camp Update: চোট সারিয়ে ফিরলেন শ্রেয়স, মুম্বইয়ের ফিটনেস ক্যাম্পে সচিন-পুত্রও
গত মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ চলাকালীন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স।
![Mumbai's Fitness Camp Update: চোট সারিয়ে ফিরলেন শ্রেয়স, মুম্বইয়ের ফিটনেস ক্যাম্পে সচিন-পুত্রও Shreyas Iyer, Arjun Tendulkar named in Mumbai's fitness camp, know in details Mumbai's Fitness Camp Update: চোট সারিয়ে ফিরলেন শ্রেয়স, মুম্বইয়ের ফিটনেস ক্যাম্পে সচিন-পুত্রও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/13/b7ad63a6c3501aea085bd5b4eb8be7f7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনকে (Arjun Tendulkar) রেখেই ফিটনেস ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা করল মুম্বই ক্রিকেট সংস্থা (MCA)। তবে আইপিএলের বাকি অংশ শুরু হওয়ার আগে স্বস্তি পেতে পারেন দিল্লি ক্যাপিটালসের সমর্থকেরা। কারণ, কাঁধের অস্ত্রোপচারের পর মাঠে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন শ্রেয়স আইয়ার। তাঁকে রেখেই ফিটনেস ক্যাম্পের জন্য ৪৫ সদস্যের দল ঘোষণা করেছে মুম্বই।
গত মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ চলাকালীন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স। সেই চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে যান শ্রেয়স। তাঁর কাঁধের হাড় সরে গিয়েছিল। অস্ত্রোপচার করাতে হয়। যে কারণে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে দিল্লির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় ঋষভ পন্থকে। তবে ২০২১ এর স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এর দ্বিতীয় পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহিতে উপস্থিত থাকতে পারবেন শ্রেয়স। এমটাই জানিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক।
আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে শ্রেয়সের। পাশাপাশি সলিল আঙ্কোলার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর ও পৃথ্বী শ-কেও প্রাথমিক এই দলে রাখা হয়েছে।
ফিটনেস ক্যাম্পের জন্য নির্বাচিত দল: রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, পৃথ্বী শ, ধবল কুলকার্নি, শিবম দুবে, আদিত্য তারে, যশস্বী জয়সবাল, সরফরাজ খান, অর্জুন তেন্ডুলকর, সিদ্ধেশ লাড, আকর্ষিত গোমেল, প্রগনেশ কানপিল্লেওয়ার, দিব্যাংশ সাক্সেনা, চিন্ময় সুতার, আরমান জাফর, সুভেদ পার্কার, ভূপেন লালওয়ানি, হার্দিক তামোরে, আকাশ পার্কার, আমন খান, শুভম রঞ্জনে, সুজিত নায়েক, সাইরাজ পাতিল, প্রসাদ পওয়ার, শামস মুলানি, অথর্ব অঙ্কোলেকর, ধ্রুমিল মাৎকর, শ্রেয়স গুরভ, তনুশ কোটিয়ান, অঙ্কুশ জয়সবাল, শশাঙ্ক অট্টরডে, প্রশান্ত সোলাঙ্কি, পরীক্ষিত ভালসাঙ্গকর, তুষার দেশপাণ্ডে, মোহিত অবস্থি, নিখিল দাতে, রয়স্তান ডায়াস, আতিফ আত্তারওয়ালা, সিদ্ধার্থ রউত, ক্রুথিক হানাগাওয়াড়ি, দীপক শেট্টি ও রবি সোলাঙ্কি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)