এক্সপ্লোর
Advertisement
চায়না সুপার সিরিজ প্রিমিয়ারের ফাইনালে সিন্ধু
ফুঝৌ: উত্তেজক ম্যাচে দক্ষিণ কোরিয়ার সুং জি হিউনকে হারিয়ে চায়না সুপার সিরিজ প্রিমিয়ারের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। সেমিফাইনালে প্রথম গেমে হেরে পিছিয়ে পড়েও, পরের দুটি গেমে অসাধারণ লড়াই করে ম্যাচ জিতে নিলেন রিও অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু। তাঁর পক্ষে ম্যাচের ফল ১১-২১, ২৩-২১, ২১-১৯।
দু বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী সিন্ধু এই নিয়ে দ্বিতীয়বার সুপার সিরিজ প্রিমিয়ারের ফাইনালে পৌঁছলেন। সপ্তম বাছাই হায়দরাবাদি শাটলার ষষ্ঠ বাছাই জি হিউনকে হারিয়ে দিলেন। দক্ষিণ কোরিয়ার এই শাটলারকে ৯ বারের লড়াইয়ে এই নিয়ে ৬ বার হারিয়ে দিলেন সিন্ধু। ফাইনালে তাঁর প্রতিপক্ষ চিনের সান য়ু। গত বছর ডেনমার্ক ওপেনের ফাইনালে উঠেছিলেন সিন্ধু। সেটাই তাঁর প্রথম সুপার সিরিজ প্রিমিয়ারের ফাইনালে ছিল। সেবার চিনের লি জুয়েরুইয়ের কাছে হেরে গিয়েছিলেন সিন্ধু। এবার প্রথম সুপার সিরিজ খেতাব জয় করাই লক্ষ্য হায়দরাবাদি শাটলারের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement