Singapore Open 2022: অলিম্পিক্সের পরই ছন্দহীন, সিঙ্গাপুরে সিন্ধুর ভাগ্যের চাকা ঘুরবে?
PV Sindhu: বারবার নক আউট থেকে ছিটকে যাচ্ছেন, সিঙ্গাপুর ওপেনে কি ঘুরে দাঁড়াতে পারবেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু?
কলকাতা: ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে পরপর দুই অলিম্পিক্সে (Olympics) পদক জিতে ইতিহাস গড়েছিলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। টোকিও অলিম্পিক্সে নেমেছিলেন ষষ্ঠ বাছাই হিসাবে। ব্রোঞ্জ জিতে দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছিলেন হায়দরাবাদের কন্যা।
কিন্তু অলিম্পিক্সের পর থেকেই যেন কিছুটা ছন্দহীন সিন্ধুর ব়্যাকেট। প্রত্যেক টুর্নামেন্টেই শুরুটা ভাল করছেন। কিন্তু নক আউটে গিয়ে আটকে যাচ্ছেন সিন্ধু। বিশেষ করে তাইওয়ানের তাই জু য়িং (Tai Tzu-ying) যেন তাঁর পথের সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠেছেন। সেই অলিম্পিক্স থেকে শুরু। তারপর ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ হোক বা সদ্যসমাপ্ত মালয়েশিয়া ওপেন (Malayasia Open), বিশ্বের এক নম্বর শাটলারের কাছে হেরেই চলেছেন সিন্ধু। যা দেখে বলাবলি শুরু হয়ে গিয়েছে, ব্য়াডমিন্টন কোর্টে সিন্ধুর দাপটের দিন কি তবে শেষ হতে চলেছে?
তবে এখনই নেতিবাচক কিছু ভাবতে নারাজ পুল্লেলা গোপীচন্দ (Pullela Gopichand)। কিংবদন্তি গোপীচন্দের হাত ধরেই সিন্ধুর উত্থান। হায়দরাবাদে গোপীচন্দের অ্যাকাডেমিতে সিন্ধুর সাধনা আর সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের রূপকথায় জায়গা করে নিয়েছে। সম্প্রতি কলকাতায় একটি ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধনে এসে সিন্ধুকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন গোপীচন্দ। এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ বলেছিলেন, পরপর টুর্নামেন্টের নক আউট থেকে ছিটকে গেলেও, সিন্ধুর খেলায় কোনও গলদ নেই। এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি বলেও আশ্বস্ত করেছিলেন দ্রোণাচার্য কোচ।
গোপীচন্দ যে খুব একটা ভুল বলেননি, কোর্টে তা প্রমাণ করছেন সিন্ধু। বৃহস্পতিবার সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অলিম্পিক্সের জোড়া পদকজয়ী শাটলার। তবে তাঁকে লড়াই করতে হল। ভারতীয় শাটলার ভিয়েতনামের থুই লিনকে তিন গেমের লড়াইয়ে পরাস্ত করলেন।
প্রথম গেমের শুরুতে এগিয়েই ছিলেন সিন্ধু। তবে তাঁর ভুলের সুযোগ নিয়ে থুই লিন প্রথমে সমতায় ফেরেন এবং তার পর লিডও নিয়ে নেন। সিন্ধু লড়াই করলেও শেষ পর্যন্ত বিশ্বের ৫৯ নম্বর শাটলার লিন সকলকে চমকে দিয়ে প্রথম গেম ২১-১৯ ব্যবধানে জিতে নেন।
তৃতীয় বাছাই সিন্ধু পিছিয়ে পড়লেও লড়াই ছাড়েননি। দ্বিতীয় গেমেও হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২১-১৯ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফেরান সিন্ধু।
তৃতীয় গেমে অবশ্য খুব বেশি লড়াই করতে হয়নি সিন্ধুকে। ২১-১৮ ব্যবধানে গেম জিতে নেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই ভারতীয় শাটলার এবার কোয়ার্টার ফাইনালে চিনের হ্যান ইউয়ের বিরুদ্ধে কোর্টে নামবেন। ভক্তরা প্রার্থনা করছেন, সিঙ্গাপুর ওপেনেই যেন সিন্ধুর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। ফের যেন পদক গলায় ঝুলিয়েই দেশে ফিরতে পারেন হায়দরাবাদের শাটলার।
আরও পড়ুন: সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু, এইচ এস প্রণয়