Singapore Open: সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু, এইচ এস প্রণয়
Singapore Open 2022: পিভি সিন্ধু এবং এইচ এস প্রণয়, উভয়েই নিজেদের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে পরাজিত হন, তবে লড়াই করে পরের দুই গেম জিততে সক্ষম হন ভারতীয় শাটলাররা।
সিঙ্গাপুর: সিঙ্গাপুর ওপেনে (Singapore Open Super 500) লড়াই করে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দুই বারের অলিম্পিক্স মেডালিস্ট পিভি সিন্ধু (PV Sindhu)। ভারতীয় শাটলার ভিয়েতনামের থুই লিনকে তিন গেমের লড়াইয়ে পরাস্ত করলেন। অপরদিকে, আরেক ভারতীয় শাটলার এইচএস প্রণয়ও (HS Prannoy) সিঙ্গাপুর ওপেনের শেষ আটে পৌঁছলেন।
প্রথম গেমে এগিয়েই ছিলেন সিন্ধু। তবে ভিয়েতনামের শাটলার সিন্ধুর ভুলের সুযোগ নিয়ে প্রথমে সমতায় ফেরেন এবং তার পর লিডও নিয়ে নেন। দুরন্ত গেমে সিন্ধু আবার কামব্যাকও করেন। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের ৫৯ নম্বর শাটলার সকলকে চমকে দিয়ে প্রথম গেম ২১-১৯ ব্যবধানে নিজের নামে করেন। তৃতীয় বাছাই সিন্ধু পিছিয়ে পড়লেও কিন্তু হার মানেননি। প্রথম গেমের মতো দ্বিতীয় গেমেও দুরন্ত লড়াই চলতে থাকে এবং উভয়ই শাটলার বিভিন্ন সময়ে গেমে লিড নেন। তবে শেষমেস ২১-১৯ স্কোরে এই গেম জিতে ম্যাচে সমতা ফেরান সিন্ধু্।
তিন গেমের লড়াইয়ে জয়
তৃতীয় গেমে অবশ্য খুব বেশি লড়াই করতে হয়নি সিন্ধুকে। ২১-১৮ স্কোরলাইনে গেম জিতলেও, এই গেমে সবসময়ই সিন্ধু তাঁর প্রতিপক্ষের থেকে এগিয়ে ছিলেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই ভারতীয় শাটলার এবার কোয়ার্টার ফাইনালে চিনের হ্যান উইের বিরুদ্ধে কোর্টে নামবেন। অপরদিকে, ইন ফর্ম প্রণয় এক ঘণ্টা নয় মিনিটের ম্যাচে চাইনিজ তাইপের চউ টিয়েন চেনকে ১৪-২১, ২২-২০, ২১-১৮ স্কোরলাইনে পরাজিত করেন। বিশ্বের ১৯ নম্বর শাটলার প্রণয় কোয়ার্টার ফাইনালে জাপানের কোদাই নারওকার মুখোমুখি হবেন।
ছিটকে গেলেন মিথুন
তবে সিন্ধু, প্রণয় জিতলেও ছিটকে গেলেন মিথুন মঞ্জুনাথ (Mithun Manjunath)। এক দিন আগেই স্বদেশীয় কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে সবাইকে খানিকটা চমকেই দিয়েছিলেন মিথুন। তবে আর্য়াল্যান্ডের নগুয়েনের বিরুদ্ধে ১০-২১, ২১-১৮, ১৬-২১ স্কোরলাইনে হেরে বিদায় নিতে হল তাঁকে। অস্মিতা ছালিয়াও ৯-২১, ১৩-২১ স্ট্রেট গেমে হেরে বিদায় নিলেন। ভারতীয় শাটলারদের মধ্যে সাইনা নেহওয়াল এবং উঠতি ডাবলস জুটি এমআর অর্জুন ও ধ্রুব কাপিলাও আজই কোর্টে নামছেন।
আরও পড়ুন: ''ফর্মে ফেরার রাস্তা নিজেকেই খুঁজে বের করতে হবে'', বিরাটকে পরামর্শ সৌরভের