এক্সপ্লোর
স্মিথ, ওয়ার্নারদের সাজা বড্ড বেশি হয়েছে, মত ওয়ার্নের

সিডনি: বল-বিকৃতির দায়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের সাজা অত্যধিক কড়া হয়েছে বলে মনে করছেন কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। তিনি বলেছেন, ‘ওদের কী শাস্তি দেওয়া উচিত, সেটা আমি এখনও ভাবার চেষ্টা করছি। সাজা অবশ্যই কঠোর হওয়া উচিত। কিন্তু যদি এক বছরের জন্য নির্বাসিত করা হয়, তাহলে সেটা অপরাধের সঙ্গে মানানসই হয় না।’ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল-বিকৃতির দায়ে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। এই কঠোর সাজায় অসন্তোষ প্রকাশ করে ওয়ার্ন বলেছেন, ‘আবেগ দূরে সরিয়ে রেখে বলা যায়, আমরা সবাই ক্ষুব্ধ ও অপ্রতিভ। ওদের আচরণ অবশ্যই ক্ষমার অযোগ্য। কঠোর শাস্তি হওয়াই উচিত। কিন্তু এক বছরের নির্বাসন সমর্থনযোগ্য নয়। আমি হলে ওদের অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতাম, চতুর্থ টেস্টে খেলতে দিতাম না এবং বিপুল অঙ্কের জরিমানা করতাম। কিন্তু তারপরেও ওদের খেলতে দিতাম।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















