এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপ দলে বাছাইয়ের জন্য টি ২০ লিগগুলিতে স্মিথ ও ওয়ার্নারের ফর্মে নজর রাখা হবে: ক্রিকেট অস্ট্রেলিয়া
মেলবোর্ন: বল বিকৃতির ঘটনায় এক বছরের নির্বাসন কাটিয়ে দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আগামী বছর শেষ হচ্ছে নির্বাসনের মেয়াদ। আগামী বছরই ইংল্যান্ডে বসতে চলেছে বিশ্বকাপের আসর। বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে জায়গা পেতে আসন্ন টি ২০ লিগগুলিতে স্মিথ ও ওয়ার্নারকে ভালো পারফর্ম করতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডে ওই দুই খেলোয়াড়ের নির্বাচনের সিদ্ধান্তের ক্ষেত্রে টি ২০ টুর্নামেন্টগুলিতে তাঁদের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
স্মিথ ও ওয়ার্নার-দুজনেই আগামী বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন। রবার্টস জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া ওই দুই ক্রিকেটারের ফর্মের দিকে নজর রাখবে।
চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতির জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করে।
নির্বাসিত হওয়ার পর স্মিথ কানাডা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্চে বিভিন্ন টি ২০ প্রতিযোগিতায় খেলেছেন। ম্যাচ প্র্যাকটিশ ধরে রাখতেই তাঁর এই সিদ্ধান্ত।
রবার্টস বলেছেন, স্মিথ ও ওয়ার্নারের ফর্ম নিয়ে উদ্বেগের কিছু নেই। শুধুমাত্র মাঠে নেমে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সম্প্রতি একটি সাক্ষাতকারে ক্যামেরন ব্যানক্রফ্ট বলেছিলেন যে, কেপটাউন টেস্টে দলের তত্কালীন সহ অধিনায়ক ওয়ার্নারই তাঁকে বলের বিকৃতি ঘটনাতে বলেছিলেন।
ব্যানক্রফ্টের এই মন্তব্যে অজি দলে স্মিথ ও ওয়ার্নারের ফিরে আসার ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement