এক্সপ্লোর
Advertisement
‘রান আউট শিল্পের পিকাসো’, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাক ব্যাটসম্যানদের ভুল বোঝাবুঝি নিয়ে কটাক্ষ-বিদ্রুপ সোশ্যাল মিডিয়ায়
চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে পর্যুদস্ত করে জয়ী হয়েছে ভারত। এই ম্যাচে এমন একটা হাস্যকর ঘটনা ঘটল, যা দেখে হাসি চাপতে পারলেন না দর্শকরা। এরপর থেকেই ওই ঘটনা নিয়ে বিভিন্ন মজাদার মন্তব্য ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। ইউজাররা ঘটনাটি নিয়ে রসিকতায় মেতেছেন।
নয়াদিল্লি: চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে পর্যুদস্ত করে জয়ী হয়েছে ভারত। এই ম্যাচে এমন একটা হাস্যকর ঘটনা ঘটল, যা দেখে হাসি চাপতে পারলেন না দর্শকরা। এরপর থেকেই ওই ঘটনা নিয়ে বিভিন্ন মজাদার মন্তব্য ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। ইউজাররা ঘটনাটি নিয়ে রসিকতায় মেতেছেন।
পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমেছিল। ৬২ রান করে হায়দর আলি আউট হওয়ার পর ব্যাট করতে নামেন কাশিম আক্রাম। রোহেল নাজিরের সঙ্গে যোগ দেন তিনি। দুই ব্যাটসম্যানদের জুটি পাকিস্তানের আশা জাগিয়েছিল। কিন্তু কাসিম একটি রান নিতে গেলে যা ঘটল, তাতে মাঠে এক মজাদার মুহূর্ত তৈরি হল। দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে এই হাস্যকর দৃশ্য দেখা গেল। রান আউটের সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
কাসিম রান নিতে দৌড় শুরু করেন, নাজির প্রথমে সাড়া দিলেও পরে নন স্ট্রাইকার প্রান্তেই ফিরে যান।ভারতের অথর্ভ আনকোলেকার স্ট্রাইকার প্রান্তে বল থ্রো করেন। উইকেটরক্ষক ধ্রুব জুরেল বল ধরে স্টাম্প ভেঙে দেন। তখন দেখা যাচ্ছে, দুই ব্যাটসম্যান একই প্রান্তের দিকে দৌড়চ্ছেন।
এই ভিডিও সামনে আসার পরই নেটিজেনরা ওই পাক ব্যাটসম্যানদের ট্রোল করতে শুরু করেন। কেউ কেউ লেখেন, ‘এটাই পাকিস্তানের চিরাচরিত রানিং বিট্যুইন দ্য উইকেটস’। আবার কেউ লেখেন, ‘রান আউট যদি শিল্প হয়, তাহলে পাকিস্তান এর পিকাসো’। এমনই সব মজাদার মন্তব্যে মেতেছেন নেটিজেনরা।
Pakistan being Pakistan. Some things just never change.#INDvPAK #INDvsPAK #U19CWC pic.twitter.com/79yGow3cG1
— Vaishu♀️ (@vaishali_45) February 4, 2020
#INDvsPAK traditional pakistani running between the wickets.???????? pic.twitter.com/UUpW1gCoEe
— PJ (@prashu46) February 4, 2020
If run out is an art, Pakistan is picasso of it.... #INDvsPAK pic.twitter.com/Kd83imidLj
— Myrights (@Khelkabaddii) February 4, 2020
Only Pakistani Cricketers know How to do this
#INDvsPAK ???? pic.twitter.com/Dh3VSp8uSn — Abinav (@Punter_8) February 4, 2020
And comes the trademark Run-Out!
How many times have we seen this before??#INDvsPAK #U19CWC pic.twitter.com/LGrR6RMQxw — The Cricket Panda (@TheCricketPanda) February 4, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement