এক্সপ্লোর
সিপিএলে ব্যাটসম্যানকে আউট করে ‘অভব্য আচরণ’ পাক পেসার সোহেল তনবীরের

নয়াদিল্লি: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন পাকিস্তানি পেসার সোহেল তনবীর। কিন্তু প্রথম ম্যাচেই তিনি আপত্তিকর আচরণ করলেন বলে অভিযোগ । ম্যাচে উইকেট নেওয়ার পর উল্লাস প্রকাশ করতে গিয়ে তিনি অভব্য ইঙ্গিত করেন বলে অভিযোগ। বিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের অস্ট্রেলিয় ব্যাটসম্যান প্যাট কামিংসকে আউট করার পর ওই আচরণ করেন সোহেল তনবীর।
তনবীরের ওই আচরণ নিয়ে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।যদি আম্পায়ার তনবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাহলে ম্যাচ রেফারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। কামিংস ছাড়া ওই ম্যাচে অন্য কোনও উইকেট পাননি তনবীর। ওই ম্যাচে গুয়ানা সেন্ট কিটসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে।Here are some stunning wickets at match 2 of #CPL18 #GAWvSKP pic.twitter.com/YTeWPTF70F
— CPL T20 (@CPL) August 10, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















