এক্সপ্লোর
অবসর নিলেন সোমদেব দেববর্মন

নয়াদিল্লি: মাত্র ৩১ বছর বয়সেই লড়াই শেষ। পেশাদারী টেনিস থেকে অবসর নিলেন সোমদেব দেববর্মন। ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান সিঙ্গলস খেলোয়াড়ের কেরিয়ার শেষ হল হতাশাজনকভাবে। চোটের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। খেলা ছাড়ার পর কোচিংয়ে আসতে পারেন সোমদেব। ২০১২ থেকেই চোটে কাবু সোমদেব। কাঁধের চোট সারিয়ে তিনি ফের কোর্টে ফিরতে পেরেছিলেন। কিন্তু তারপরেও দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন। এবার পাকাপাকিভাবে খেলা ছেড়ে দিলেন সোমদেব।
Starting 2017 on a new note, retiring from pro tennis. Thanks to everyone for the love and support over the years. #newyearnewbeginnings
— Somdev Devvarman (@SomdevD) January 1, 2017
ভারতের ডেভিস কাপ দলের নিয়মিত সদস্য সোমদেব ১৪টি রাবারে খেলেছেন। ২০১০ সালে ভারত যখন ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপে পৌঁছেছিল, তখনও দলে ছিলেন সোমদেব। তিনি ২০১১ সালে অর্জুন পুরস্কার পান। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















