Sourav Ganguly Exclusive: বিশ্বকাপের দলে সুযোগ পাবেন বাংলার পেসার? কী ইঙ্গিত দিলেন সৌরভ?
Sourav on Shami: যশপ্রীত বুমরা চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবে ফের জোরালভাবে উঠে আসছে মহম্মদ শামির নাম।
সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে না দেখে চমকে উঠেছিলেন অনেকে।
অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত রেকর্ড। ২০১৫ সালে অজিভূমে ওয়ান ডে বিশ্বকাপের অন্যতম সেরা বোলার। গত আইপিএলেও বল হাতে জ্বলে উঠেছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে ঠাঁই হয়েছিল বাংলার পেসারের।
যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবে ফের জোরালভাবে উঠে আসছে মহম্মদ শামির (Mohammed Shami) নাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (BCCI) সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) ইঙ্গিত দিলেন যে, শামিকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, 'শামি বিশ্বকাপের দলে ঢোকার খুব কাছাকাছি ছিল। সেই জন্য ওকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে নেওয়াও হয়েছিল। করোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারেনি। তবে ও খুব কাছাকাছি ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও সুযোগ থাকলেই ওকে জাতীয় দলে নেবেন নির্বাচকেরা।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে ভারতীয় দল। প্রথম ম্যাচে হেরে গিয়েও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। তারপর শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকেও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছেন রোহিত শর্মারা। আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।
View this post on Instagram
সৌরভ বলছেন, 'ভারতীয় দল ভাল খেলছে। দ্বিপাক্ষিক সিরিজে খুব ভাল খেলে। আশা করব এবারের বিশ্বকাপে খুব ভাল খেলবে। দল খুব ভাল। এত প্রতিভা এই দলে। বড় টুর্নামেন্টগুলো খোলা মনে খেলতে হবে। চাপমুক্ত হয়ে খেলতে হবে। বাকি সবাইকে তো হারায়। ইংল্যান্ডকে হারায়, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারায়। দল দারুণ। বড় টুর্নামেন্টে ভাল খেলতে হবে।'
পুরো সাক্ষাৎকার দেখুন: