Sourav Ganguly: কটকে খেলা দেখতে গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করলেন সৌরভ
IND vs SA: গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা (South Africa) ফের জয় ছিনিয়ে নেয়। এই জয়ের সঙ্গে সঙ্গেই পাঁচ ম্যাচের সিরিজে তাঁরা এই মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।
কটক: গতকাল কটকের বারাবাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টি(T20) ম্যাচ ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (South Afria)। সেই ম্য়াচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই ম্যাচ দেখার আগেই একবার গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করলেন সৌরভ। নিজে ওড়িশার মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন সৌরভ। সেখানে তাঁর হাতে ভারতীয় হকি দলের প্রত্যেক প্লেয়ারের সই করা জার্সিও তুলে দেন নবীন পট্টনায়েক।
দেশের ক্রীড়াক্ষেত্রে, বিশেষ করে হকিতে ওড়িশার সরকারের অবদান একপ্রকার অনস্বীকার্য। মনপ্রীত, বীরেন্দরদের স্পনসরও এই ওড়িশা সরকারই। যখন হকিতে স্পনসর পেতে সমস্যা হচ্ছিল, তখন এগিয়ে এসেছিলেন নবীন পট্টনায়েক। এরপর টোকিও অলিম্পিক্সের মঞ্চে দুর্দান্ত পারফর্ম করে ভারতীয় হকি দল। ব্রোঞ্জ জিতে দেশে ফেরেন শ্রীজেশরা। চারিদিকে ওড়িশা সরকারের প্রশংসা ছড়িয়ে পড়েছিল।
এদিন ম্যাচের আগে সৌরভ গিয়েছিলেন ম্যাচের আগেই। তাঁর সঙ্গে ছিলেন ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সঞ্জয় বেহরা ও ভারতীয় দলে সৌরভের একসময়ের সতীর্থ দেবাশিস মোহান্তি। শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বলেই জানা গিয়েছে।
সৌরভের সামনেই হার ভারতের
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC)। তার আগে অশনি সংকেত ভারতীয় শিবিরে (Team India)। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে গেলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)। মাঠে বসে সেই হার দেখলেন সৌরভ।
রোহিত শর্মা, বিরাট কোহলিরা বিশ্রামে। চোটের জন্য কে এল রাহুলও নেই। তিন তারকার অনুপস্থিতিতে ভারতের ব্যাটিং রবিবার সমস্যায় পড়ল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১৪৮ রান তুলল ভারত। ১০ বল বাকি থাকতে যে রান তুলে দিলেন প্রোটিয়ারা। সেই সঙ্গে তেম্বা বাভুমারা ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন সিরিজে।