Sourav Ganguly: বিরাটের ব্যাটিং বিক্রম দেখে মুগ্ধ সৌরভ, বড় রানের ম্যাচ ইডেনেও
Ind vs SL: বৃহস্পতিবার ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। তার আগে মঙ্গলবার ইডেন পরিদর্শনে এসেছিলেন সৌরভ।
সন্দীপ সরকার, কলকাতা: প্রায় আড়াই বছর তাঁর ব্যাট রানের খরা ছিল। তবে এশিয়া কাপ থেকে ছন্দে ফিরেছেন। ফের সেঞ্চুরির পর সেঞ্চুরি করে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে বিরাটের ঝোড়ো সেঞ্চুরি দেখে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবার সিএবি-তে দাঁড়িয়ে বলে দিলেন, 'অপূর্ব ইনিংস। দারুণ খেলেছে বিরাট।'
বৃহস্পতিবার ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। তার আগে মঙ্গলবার ইডেন পরিদর্শনে এসেছিলেন সৌরভ। সেখানেই এবিপি লাইভ তাঁর কাছে জানতে চেয়েছিল, প্রথম ওয়ান ডে ম্যাচে কোহলি-রোহিত শর্মাদের ব্যাটিং ঝড় কেমন দেখলেন? সৌরভ বলেন, 'খুব ভাল ব্যাট করেছে। সিরিজের শুরুটা ভাল করেছে ভারত।'
তবে টি-টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদবকে মঙ্গলবার খেলায়নি ভারতীয় দল। সৌরভ অবশ্য দল নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্যে নারাজ। বলেছেন, 'ওটা রাহুল দ্রাবিড় বলতে পারবে। দলের সিদ্ধান্ত।'
বারবার চোট ভোগাচ্ছে যশপ্রীত বুমরাকে। পিঠের চোটের জন্য প্রায় চার মাস মাঠের বাইরে ডানহাতি পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়েছিল বুমরাকে। কিন্তু ম্যাচ ফিট না হওয়ায় ফের ছিটকে গিয়েছেন। বুমরার কি বোলিং অ্যাকশনের জন্য সমস্যা হচ্ছে? সৌরভ বলছেন, 'পেসাররা চোট পাবেই। শুধু বোলিং অ্যাকশনের জন্য সমস্যা হওয়ার কথা নয়।'
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিবম মাভির বোলিং দেখে তিনি ট্যুইটারে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। সেই মাভিই জাতীয় দলের হয়ে নজরকাড়া অভিষেক ঘটিয়েছেন। বড় দাম পেয়েছেন আইপিএলেও। তবে সৌরভ সতর্ক। বলছেন, 'সবে কয়েকটা ম্যাচ খেলেছে। আরও অনেক ক্রিকেট খেলতে হবে মাভিকে।'
View this post on Instagram
ইডেনে বসেছে নতুন ফ্লাডলাইট। ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বদলে যাচ্ছে স্টেডিয়ামের খোলনলচে। সৌরভ বলছেন, 'দারুণ হচ্ছে ইডেন। খুব ভাল একটা ম্যাচ হবে।'
আরও পড়ুন: পন্থ আইপিএলে নেই, দিল্লির নতুন অধিনায়কের নাম ঘোষণা শীঘ্রই, এবিপি লাইভের প্রশ্নে বললেন সৌরভ