এক্সপ্লোর
হরমনপ্রীতের ইনিংসের ভূয়সী প্রশংসা, ফাইনালে সৌরভের ফেভারিট মিতালি রাজের দলই

কলকাতা: আগামীকাল রবিবার মেয়েদের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আয়োজক দেশ ইংল্যান্ড ও ভারত। ফাইনালে ভারতই ফেভারিট বলে মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীত কউরের ১১৫ বলে ১৭১ রানের ইনিংস নিয়ে উচ্ছ্বসিত সৌরভ। তিনি বলেছেন, হরমনপ্রীতের ইনিংসটা আমি দেখেছি। দুরন্ত খেলেছে ও। রবিবার ফাইনালে ওরা ইংল্যান্ডকে হারাবে। উল্লেখ্য, হরমনপ্রীতের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















