IND vs ENG: ব্রিটিশ দম্ভ চূর্ণ, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাবার্তা সৌরভ, সচিনের
IND vs ENG ODI: ব্যাট হাতে অর্ধশতরান হাঁকিয়েছেন ঋষভ পন্থ, হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স সব মিলে ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশদের দম্ভ চূর্ণ করেছে রোহিত বাহিনী।
লন্ডন: টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ান ডে সিরিজেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সিরিজের প্রথম ২ ম্যাচে ২ দলই একটি করে ম্যাচ জিতেছিল। কিন্তু গতকাল নির্ণায়ক ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুরন্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া (Indian Team)। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকিয়েছেন ঋষভ পন্থ, হার্দিকের (Hardik Pandya) অলরাউন্ড পারফরম্যান্স সব মিলে ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশদের দম্ভ চূর্ণ করেছে রোহিত বাহিনী। আর এই সিরিজ জয়ের পরই এবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) শুভেচ্ছা বার্তা পেলেন ভারতীয় ক্রিকেটাররা। তালিকায় রয়েছেন বীরেন্দ্র সহবাগ, যশপ্রীত বুমরারাও।
শুভেচ্ছাবার্তায় কী বললেন সৌরভ, সচিনরা?
Super performance in england ..not easy in their country ..2-2 test .win in T20 and one days..well done dravid ,rohit sharma,ravi shastri,virat kohli @bcci ..pant just special..so is pandu ..
— Sourav Ganguly (@SGanguly99) July 17, 2022
Congratulations to #TeamIndia on winning the ODI series. Keep up the good work and continue this form. Special mention to @RishabhPant17 and @hardikpandya7 for a wonderful performance.
— Sachin Tendulkar (@sachin_rt) July 17, 2022
#ENGvIND pic.twitter.com/TTaHwyGhzT
Last match of a series and @RishabhPant17 playing brilliantly - this is a better love story than twilight.
— Virender Sehwag (@virendersehwag) July 17, 2022
Incredible innings from an incredible player - with great support from Hardik and Jadeja.#IndvsEng pic.twitter.com/WRGMEFb3sA
প্রথমে ব্যাট করে বোর্ডে ২৫৯ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। ৭ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ বল বাকি থাকতেই. পাঁচ উইকেট হাতে রেখে ২৬০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। এই ম্যাচ জিতে টি-টোয়েন্টির মতো ওয়ান ডে সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরল ভারতীয় দল। অসাধারণ শতরানের জন্য ম্যাচের সেরা হন পন্থ। তিনি ১১৩ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন। তিন ম্যাচে ১০০ রান করার পাশাপাশি ছয়টি উইকেট নেওয়ায় সিরিজ সেরার পুরস্কার ওঠে পাণ্ড্যর হাতে।