Sourav Ganguly: রাজনৈতিক স্বার্থ চরিতার্থ না হওয়ায় সৌরভকে সভাপতি পদ ছাড়তে হয়, বিজেপিকে আক্রমণ কুণালের
Kunal Ghosh on Nisith Pramanik: সৌরভ প্রসঙ্গে নিশীথ প্রামাণিককে পাল্টা আক্রমণ করলেন কুণাল ঘোষ।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিতর্কে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বলেছিলেন, শাহরুখ খানের পরিবর্তে সৌরভকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার নিশীথকে পাল্টা আক্রমণ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছেন, 'সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক কথা। হয় উনি নিজে বোঝেন না, নাহলে উনি মানুষকে ভুল বোঝাতে চাইছেন। ওঁকে জিজ্ঞেস করুন, নরেন্দ্র মোদিকে জিজ্ঞেস করতে যে, গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর গুজরাতের সফল কেউ না হয়ে কেন অমিতাভ বচ্চন? সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই বাংলার গর্ব, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতেই পারেন সৌরভ। এক-একটি সময়, এক-একটি প্রেক্ষিত, এক-একটি কারণ, এক-একটি ফোকাস, এক-একটি অভিমুখের অগ্রাধিকার, এসবের ওপর ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিষয়টি নির্ভর করে। ফলে কেন শাহরুখ খান, কেন সৌরভ গঙ্গোপাধ্যায় নন, এর কোনও সরলীকরণ হয় না। এই সুস্থ জিনিসটা ভারতীয় জনতা পার্টির মাথায় কোনওদিনও ঢোকেনি। ভবিষ্যতেও ঢুকবেও না। একশোবার সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের গর্ব। তিনি যে কোনও সময় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতেই পারেন।'
কুণাল এখানেই থামেননি। বলেন, 'আসল প্রশ্নটার উত্তর দিন না। কেন বিজেপির শীর্ষনেতার ছেলে থেকে যাবে আর আমাদের বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনাড়ম্বরভাবে বোর্ড থেকে অপসারিত করা হবে, এই প্রাথমিক প্রশ্নটার জবাব দিন না। যখন অমিত শাহ সৌরভের বাড়িতে খেতে যান আর রটে যায়, বিজেপি নিচ্ছে বিজেপি নিচ্ছে, ওঁদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ না হলে অনাড়ম্বরভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরতে হবে, সৌরভ আইসিসি-তে যেতে পারবেন না, অথচ বিজেপির শীর্ষ নেতার ছেলে পদে থাকবে, বিজেপির মন্ত্রীর ভাই এসে একটা গুরুত্বপূর্ণ খেলার পদে বসবে, এগুলো কী করে হবে। এই ব্যাখ্যাগুলো না দিয়ে গুলিয়ে দেওয়া, এই ধরনের রাজনীতি ওদের পক্ষেই সম্ভব।'
দাদার হয়ে বারবার ব্যাট ধরছেন দিদি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourva Ganguly) বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ ও আইসিসি-তে না যাওয়ার কারণ রাজনৈতিক বলে অভিযোগ করে কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করেছেন তিনি। আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর পুত্র তথা বিসিসিআই সচিব জয় শাহকেও।
এই প্রসঙ্গে এবার মমতাকে পাল্টা আক্রমণ করলেন নিশীথ। তিনি বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের গর্ব। সৌরভ যদি আরও ভাল জায়গায় যান আমরাই সবচেয়ে খুশি হব।' তিনি প্রশ্ন তোলেন, 'সৌরভকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করছেন না মুখ্যমন্ত্রী? শাহরুখকে বাদ দিয়ে কেন সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হচ্ছে না?’
আরও পড়ুন: সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন? জল্পনার মাঝে কী বললেন সৌরভ?