এক্সপ্লোর
ভবিষ্যতে বিদেশ সফরের পরিকল্পনার বিষয়ে নির্বাচকদের সঙ্গে কথা বলব, জানালেন বিরাট

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দু’টি টেস্টেই হেরে যাওয়ার পর এবার ভবিষ্যতের বিদেশ সফর নিয়ে অন্যভাবে পরিকল্পনা করতে চাইছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘নির্বাচকদের সঙ্গে কথা বলব। তাঁরা কী ভাবছেন, সেটা আমি বলতে পারব না। তবে এটাই একমাত্র বিদেশ সফর নয়। এরপর আমাদের বিদেশের মাটিতে অনেক ম্যাচ খেলতে হবে। তাই সেই সফরের পরিকল্পনার বিষয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করব। কোথায় আমাদের খামতি আছে সেটা চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে নির্বাচকদের বড় ভূমিকা থাকবে।’ গতকাল দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর দলে বারবার বদল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজাজ হারান বিরাট। তিনি ভারতীয় এ দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলবেন কি না এবং নতুন কোনও খেলোয়াড়কে দলে নেওয়ার কথা ভাবা হবে কি না, এই প্রশ্নও করা হয়। এর জবাবে বিরাট বলেছেন, ‘আমাদের সব বিষয়েই আলোচনা করতে হবে। দল হিসেবে ভাল জায়গায় থাকার পর পরিকল্পনা বাস্তবায়িত না করতে পারলে মোটেই ভাল লাগে না। দেশের বাইরে জিততে গেলে গাপলামি থাকতে হবে। প্রতি মুহূর্তে উন্মাদনা থাকতে হবে। এটা একান্ত ব্যক্তিগত বিষয়। তবে দল হিসেবে আমাদের এ বিষয়ে আলোচনা করতে হবে।’ দক্ষিণ আফ্রিকা সফরের পর ভারতীয় দল এ বছরই ইংল্যান্ডে গিয়ে পাঁচটি টেস্ট খেলবে। এ বছরের শেষদিকে বিরাটদের অস্ট্রেলিয়া সফরেও যাওয়ার কথা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতেও যাতে দক্ষিণ আফ্রিকার মতো ফল না হয়, সেটা নিশ্চিত করার জন্যই নির্বাচকদের সঙ্গে আলোচনা করতে চাইছেন বিরাট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















