এক্সপ্লোর
রবীন্দ্র জাডেজা আমার প্রিয় ক্রিকেটার, ওর মতো খেলতে চাই, হ্যাটট্রিক করে বললেন অ্যাশটন আগর
গতকাল জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১০৭ রানে জিতেছে অস্ট্রেলিয়া।
![রবীন্দ্র জাডেজা আমার প্রিয় ক্রিকেটার, ওর মতো খেলতে চাই, হ্যাটট্রিক করে বললেন অ্যাশটন আগর South Africa vs Australia: Favourite Player of Hat-Trick Hero Ashton Agar Is This Rockstar Indian All-Rounder রবীন্দ্র জাডেজা আমার প্রিয় ক্রিকেটার, ওর মতো খেলতে চাই, হ্যাটট্রিক করে বললেন অ্যাশটন আগর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/23003440/ERUmxlOWAAEelx1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশটন আগরের প্রিয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। আগর নিজেই এ কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘রবীন্দ্র জাডেজা রকস্টার। ও দুর্দান্ত ব্যাটিং করে, অসাধারণ ফিল্ডিং করে এবং তার সঙ্গে স্পিন বোলিং করে। ব্যাটিং করার সময় ওর ইতিবাচক মানসিকতা দেখা যায়। ফিল্ডিং করার সময়ও সেই মানসিকতাই দেখা যায়। মাঠে ওর উপস্থিতিটাই পার্থক্য গড়ে দেয়। ওকে দেখে আমি আত্মবিশ্বাস পাই। ওর সঙ্গে কথা বলে অনুপ্রাণিত হই। ও আমার প্রিয় ক্রিকেটার। আমি ওর মতো ক্রিকেট খেলতে চাই।’
গতকাল জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১০৭ রানে জিতেছে অস্ট্রেলিয়া। শেষদিকে ব্যাটিং করতে নেমে ৯ বলে ২০ রান করার পর ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন আগর। এর মধ্যে তিনি হ্যাটট্রিকও করেন। ভারত সফরে তাঁর পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। তিনটি একদিনের ম্যাচে তাঁর উইকেট ছিল মাত্র দু’টি। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যাচ্ছে এই অলরাউন্ডারকে। আগামীকাল পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ দখলে নেবে অস্ট্রেলিয়া। তিনটি টি-২০ ম্যাচের পর দু’দল তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)