Dani Alves Sentenced: যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত, কারাদণ্ড ব্রাজিলের তারকা ফুটবলারের
Dani Alves Convicted: অভিযোগ উঠেছিল, ২০২২ সালের ৩১ ডিসেম্বর বার্সেলোনার এক নাইটক্লাবের শৌচালয়ে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন আলভেস।
![Dani Alves Sentenced: যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত, কারাদণ্ড ব্রাজিলের তারকা ফুটবলারের Spanish court sentences Brazil footballer Dani Alves to prison over sexual assault Dani Alves Sentenced: যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত, কারাদণ্ড ব্রাজিলের তারকা ফুটবলারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/8847669d5e7546308c9cc11a760ff4fe170860109712450_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রিও দে জেনেইরো: তরুণীকে যৌন হেনস্থা। আর তার জেরে সাড়ে চার বছরের কারাবাস। ব্রাজিলের তারকা ফুটবলারকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
স্পেনের বার্সেলোনার একটি আদালতে দানি আলভেসের (Dani Alves) বিরুদ্ধে কড়া রায় শুনিয়েছে। চলতি মাসেই তিনদিনের শুনানি হয়েছিল মামলার। সেখানে ৪০ বছর বয়সী ব্রাজিলের তারকা ফুটবলার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তবে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। সাড়ে চার বছরের কারাবাস দিয়েছে ব্রাজিলের তারকাকে। এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন আলভেস।
অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি আলভেসের সঙ্গে ওই নাইট ক্লাবের নাচেন এবং স্বেচ্ছায় তাঁর সঙ্গে শৌচালয়ে যান। তবে যখন তিনি বেরিয়ে আসতে চান, ছাড়েননি আলভেস। ওই তরুণীর দাবি, তাঁকে চড় মারেন আলভেস এবং জোড় করে শারীরিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করেন।
আলভেস প্রথমে দোষ অস্বীকার করলেও পরে জানান যে, সম্মতিক্রমেই শারীরিক সম্পর্ক হয়েছিল তাঁদের। তিনি এও জানান যে, শুরুতে শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন নিজের বৈবাহিক সম্পর্ক বাঁচানোর জন্য।
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: শুধু টেকনিক নয়, দেখাতে হবে সাহসও, বাংলার উঠতি ক্রিকেটারদের বার্তা দাদার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)