রাশিদদের স্পিনে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের, জয়ের কাছাকাছি আফগানিস্তান
ঘরের মাঠেই হতশ্রী হারের সম্মুখীন বাংলাদেশ।
চট্টগ্রাম: ঘরের মাঠেই হতশ্রী হারের সম্মুখীন বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ডের পর এবার বাংলাদেশের বিরুদ্ধেও টেস্ট জয়ের খুব কাছাকাছি আফগানিস্তান। ৩৯৮ রানের লক্ষ্যমাত্রার সামনে ইতিমধ্যেই হাফ ডজন উইকেট খুইয়েছে বেঙ্গল টাইগাররা। আফগান স্পিন মন্ত্রের কাছে কার্যত দিশেহারা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাসরা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক আফগানিস্তানের তারকা ক্রিকেটার রাশিদ খান। দ্বিতীয় ইনিংসেও তাঁর দখলে এসেছে ৩ উইকেট। ২টি উইকেট তুলে নিয়েছেন জাহির খান।
Rain stopped the play at Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram.#BANvAFG #RiseOfTheTigers pic.twitter.com/eAWUM1VoYq
— Bangladesh Cricket (@BCBtigers) September 8, 2019
চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের চাই ২৬২ রান। ক্রিজে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব (৩৯) এবং সৌম্য সরকার (০)। অন্যদিকে জয়ের জন্য আফগানিস্তানের চাই ৪ উইকেট।