স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা সচিন, বিরাট, মেরি কমদের, ট্যুইট ক্রীড়ামন্ত্রীরও
শিখর ধবন, হরভজন সিংহ, ভিভিএস লক্ষ্মণ, সুরেশ রায়নার মতো ক্রিকেটাররাও ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
#TeamIndia wishes everyone a very Happy Independence Day
Jai Hind 🇮🇳#IndependenceDay pic.twitter.com/z2Ji00T2l0
— BCCI (@BCCI) August 14, 2019
সচিন বলেছেন, ‘সব ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। গত ৭২ বছরে আমরা যে সাফল্য অর্জন করেছি তাতে গর্বিত। এবার শিশুদের উন্নতিতে জোর দিতে হবে। তার ফলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম স্বাস্থ্যবান, সম্পদশালী ও সুখী হবে।’
Wishing every Indian a Happy Independence Day. Let's work together towards progress of our country and create the India of our dreams. 🇮🇳 Jai Hind.
— Virat Kohli (@imVkohli) August 15, 2019
রিজিজুর ট্যুইট, ‘৭৩-তম স্বাধীনতা দিবসে আমি সহ-নাগরিকদের উষ্ণ অভিবাদন জানাচ্ছি। বিশেষ করে অ্যাথলিট ও যুব সম্প্রদায়কে নতুন ভারত গঠনে তাঁদের অবদানের জন্য অভিনন্দন জানাচ্ছি।’
Happy Independence Day to my fellow Indians🇮🇳 Our nation has been through a lot this year,Mother Nature has been rough on us but the way we stood up & protected our wildlife is inspiring. Let’s continue to love & protect our animals & marine life. The circle of life is fragile
— Rohit Sharma (@ImRo45) August 15, 2019
বিরাটের ট্যুইট, ‘সব ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন, সবাই দেশের উন্নতির জন্য কাজ করি এবং স্বপ্নের ভারত গড়ে তুলি। জয় হিন্দ।’
Happy Independence Day to all Indians! Proud of what we’ve achieved in the last 72 years. Let us all Invest in Early Childhood Development .. this can keep our nation healthy, wealthy & happy for generations to come. pic.twitter.com/tsY87YLySu
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2019
রোহিতের ট্যুইট, ‘সহ-নাগরিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এ বছর আমাদের দেশ অনেককিছু সহ্য করেছে। প্রকৃতি মা আমাদের প্রতি নির্দয় ছিলেন। তবে আমরা যেভাবে বন্যপ্রাণ রক্ষা করেছি, সেটা অনুপ্রেরণামূলক। প্রাণী ও সামুদ্রিক জীবন রক্ষা করে যেতে হবে।’
On the auspicious occasion of 73rd Independence Day I would like to extend my warm greetings to all the fellow Indians especially the ATHLETES and YOUTHS of India for their contributions in building a #NewIndia https://t.co/e2D2zi4rXy
— Kiren Rijiju (@KirenRijiju) August 15, 2019
শিখর ধবন, হরভজন সিংহ, ভিভিএস লক্ষ্মণ, সুরেশ রায়নার মতো ক্রিকেটাররাও ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।