Sports Highlights: বিশ্বকাপে ইংল্যান্ডের দ্বিতীয় জয়, বাগানের হার, দিনের খেলার সেরা খবরের এক ঝলক
Todays Sports Highlights: আজকের খেলার খবরের সেরা খবরগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক -
কলকাতা: বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের দুরন্ত জয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিল বাটলার বাহিনী। বসুন্ধরার বিরুদ্ধে এগিয়েও হার মোহনবাগান। দেখে নেওয়া আজকের খেলার খবরের সেরা খবরগুলো এক ঝলকে -
ইংল্যান্ডের ডাচ বধ
স্টোকসের সেঞ্চুরির ওপর ভর করে বোর্ডে সাড়ে তিনশোর কাছাকাছি রান তুলে ফেলেছিল ইংল্যান্ড (England Cricket Team)। খাতায় কলমে দুর্বল নেদারল্যান্ডসের (Netherlands) পক্ষে যে কোনওভাবেই সম্ভব নয় ইংল্যান্ডের শক্তিশালী বোলিং অ্যাটাক সামলে এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া। তবে চলতি বিশ্বকাপে বাটলারদের ক্রমাগত ব্যর্থতা কোথাও একটা অনেকেই ভেবেছিল যে ডাচরা অঘটন ঘটাতেই পারে। তবে শেষ পর্যন্ত তা হল না। ৩৪০ রান তাড়া করতে নেমে ১৭৯ রানেই অল আউট হয়ে গেল স্কট এডওয়ার্ডসের দল। ১৬০ রানে ম্যাচ জিতে নিল বাটলার বাহিনী। চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় এটি ইংল্যান্ডের।
রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে ডাচ বাহিনী। ম্যাক্সও ওওড ও কলিন অকারম্যান রান পাননি। প্রথম জন ৫ রান দ্বিতীয় জন ১১ রান করেই ফিরলেন প্যাভিলিয়নে। এরপর বারেসি ও সিব্র্যান্ট মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় বারেসিকে। এরপর সিব্র্যান্টও বেশিক্ষণ খেলতে পারেননি। তিনি ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও তেজা নাদিমুনুরু মিলে একটা মরিয়া চেষ্টা করছিলেন, তবে তাতেও কাজে কাজ কিছুই হয়নি। স্কট ৩৮ ও তেজা ৪১ রানে আউট হয়ে যান। ইংল্যান্ড বেলাারদের মধ্যে মঈন আলি ও আদিল রাশিদ ৩টি করে উইকেট নেন।
ম্যাক্সওয়েলকে বিরাট সার্টিফিকেট
ওয়াংখেড়ের গতকালের রাত বোধহয় কোনও ক্রিকেটপ্রেমীর কাছেই ভোলার নয়। যাঁরা স্টেডিয়ামে গিয়েছিলেন, তাঁরা তো অবশ্যই সঙ্গে যাঁরা টিভিতে চোখ রেখেছিলেন তাঁরাও বোধহয় ম্যাক্সওয়েল (Glenn Maxwell) জাদুতে এখনও আচ্ছন্ন। তালিকায় অন্যান্য বর্তমান, প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন স্বয়ং বিরাট কোহলিও। কিছুদিন আগেই ইডেনে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৯ তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। নিজে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছে। তবে গতকাল ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস দেখে চোখ ছানাবড়া কিং কোহলিরও। নিজের সোশ্য়াল মিডিয়ায় ম্য়াড ম্য়াক্সের একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ''শুধু তুমিই পারো এমন ভাবে খেলতে। পাগল করে দেওয়া ইনিংস।''
ক্রমতালিকায় শীর্ষে গিল
বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে (One Day International Cricket) বিশ্বের ১ নম্বর ব্যাটার হলেন শুভমন গিল (Subhman Gill)। টেক্কা দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে (Babar Azam)। এতদিন পর্যন্ত বাবরই ছিলেন ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের ১ নম্বর ব্যাটার। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে ভাল পারফর্ম করে গিল টেক্কা দিয়ে দিলেন বাবরকে। এই নিয়ে ভারতীয় ব্য়াটারদের মধ্যে চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বের ১ নম্বর ব্য়াটার হওয়ার নজির গড়লেন গিল। তার আগে এই নজির গড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলি (Virat Kohli)।