এক্সপ্লোর

Sports Highlights: ভারতের ইনিংস শেষ ১০৯ রানে, ইরানি ট্রফিতে রানের পাহাড়, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: ইনদওরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপে ভারত (Ind vs Aus)। ইরানি ট্রফিতে (Irani Trophy) ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সবালের। সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরণের। খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

চাপে ভারত

চার টেস্টের সিরিজে ২-০ এগিয়ে ভারত। সিরিজ বাঁচানোর জন্য বাকি দুই ম্যাচ জিততেই হবে অস্ট্রেলিয়াকে (Ind vs Aus)। আর এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে প্রত্যাঘাত অস্ট্রেলিয়ার। ইনদওরে ভারতের প্রথম ইনিংস ১০৯ রানে শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৬/৪। ভারতের চেয়ে ৪৭ রানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। হাতে রয়েছে এখনও ৬ উইকেট। এখান থেকে লিড কতটা বাড়াতে পারে অস্ট্রেলিয়া, সেটাই দেখার।

ইরানি ট্রফির আপডেট

এই মাঠে ওয়ান ডে-তে সচিন তেন্ডুলকরের ডাবল সেঞ্চুরি রয়েছে। সেই গ্বালিয়রে ইরানি ট্রফির (Irani Trophy) প্রথম দিন ব্যাটসম্যানদের রমরমা। ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সবাল (Yashasvi Jaiswal)। সেঞ্চুরি করলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। গতবারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনই চালকের আসনে অবশিষ্ট ভারত। প্রথম দিনের শেষে অবশিষ্ট ভারত প্রথমে ব্যাট করে তুলেছে ৩৮১/৩। বড় স্কোরের পথে তারা।

গ্বালিয়রে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অবশিষ্ট ভারতের অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল। তবে ব্যাট হাতে রান পাননি ময়ঙ্ক। তিনিই ইনিংস ওপেন করতে নেমেছিলেন। ১১ বলে মাত্র ২ রান করে আবেশ খানের বলে ফিরে যান তিনি। মাত্র ৭ রানে প্রথম উইকেট হারায় অবশিষ্ট ভারত। আর সেখান থেকেই প্রত্যাঘাত অভিমন্যু ঈশ্বরণ ও যশস্বীর। বাংলার ক্রিকেটার অভিমন্যু রঞ্জি ট্রফির ফাইনালে রান পাননি। ইরানি ট্রফিতে তিনি সুদে আসলে যেন সেই আক্ষেপ মিটিয়ে নিলেন। ২৪০ বলে ১৫৪ রানের ইনিংস খেলেন তিনি। যশস্বী ডাবল সেঞ্চুরি করেন। মুম্বইয়ের ক্রিকেটার ২৫৯ বলে ২১৩ রান করেন। দ্বিতীয় উইকেটে ৩৭১ রান যোগ করেন অভিমন্যু যশস্বী। ৭/১ থেকে অবশিষ্ট ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৩৭৮ রানে।

তবে দিনের শেষ লগ্নে যশস্বীকে বোল্ড করে দেন আবেশ। আর রান আউট হয়ে যান অভিমন্যু। ৩৭৮ রানের মাথায় পরপর দু উইকেট পড়ে। আপাতত ক্রিজে রয়েছেন সৌরভ কুমার ও বাবা ইন্দ্রজিৎ।

ক্ষুব্ধ বাংলার কোচ

অবশিষ্ট ভারতের প্রথম একাদশ নির্বাচন নিয়ে জোরাল প্রশ্ন তুললেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রঞ্জি ট্রফিতে রানার্স বাংলা দলের চারজন ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, মুকেশ কুমার ও আকাশ দীপ। চারজনের মধ্যে ম্যাচে খেলানো হচ্ছে শুধু অভিমন্যু ও মুকেশকে। রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছে আকাশ দীপ ও সুদীপ ঘরামিকে। যা নিয়ে ক্ষুব্ধ লক্ষ্মীরতন।

বাংলার কোচ বলেছেন, 'অবাক করা দল নির্বাচন। বাংলার ছন্দে থাকা ব্যাটার সুদীপ ঘরামি রঞ্জি ট্রফিতে আটশোর ওপর রান করেছে। পেসার আকাশ দীপ চল্লিশের বেশি উইকেট নিয়েছে। আর তারা কি না গ্বালিয়রে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইরানি ট্রফির ম্যাচে সুযোগ পেল না!'

সিএবি থেকে পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে যে, সদ্যসমাপ্ত রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে ৮০৩ রান করেছিলেন সুদীপ। সব মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ছয় নম্বরে ছিলেন সুদীপ। ২৩ বছর বয়সী ক্রিকেটার তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছিলেন। পঞ্চাশের ওপর ব্যাটিং গড় ছিল সুদীপের।

লক্ষ্মীরতন বলেছেন, 'অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পাওয়া সৌরভ কুমার, উপেন্দ্র যাদব, যশ ধুল ও বাবা ইন্দ্রজিৎরা রঞ্জিতে বলার মতো কিছুই করেননি।' পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের হয়ে খেলে রঞ্জি ট্রফিতে ৫ ম্যাচে মাত্র ১০২ রান করেছেন সৌরভ। রেলওয়েজের হয়ে খেলা উপেন্দ্র ৭ ম্যাচে ৩৫২ রান করেছেন। দিল্লির ক্রিকেটার যশ ৬ ম্যাচে মাত্র ২৭০ রান করেছেন। ইন্দ্রজিৎ ৭ ম্যাচে করেছেন ৪০২ রান। তাঁদের চেয়ে অনেক বেশি রান করেও বাইরে বসতে হয়েছে সুদীপকে। যা নিয়ে ক্ষিপ্ত বাংলার সিনিয়র দলের কোচ।

নেতৃত্বে হরমনপ্রীত

সদ্যসমাপ্ত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। তবে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্ব দেওয়ার দক্ষতায় আস্থা রাখল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মহিলাদের আইপিএলে মুম্বই দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত। বুধবার আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। 

কোর্টেই মৃত্যু

ব্যাডমিন্টন (Badminton) খেলার ফাঁকে কোর্টেই লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করলেন। গোটা ঘটনায় খেলার ময়দানে শোকের ছায়া।

হায়দরাবাদের (Hyderabad) লালাপেট-এর এক স্টেডিয়ামের ব্যাডমিন্টন কোর্টে খেলার ফাঁকেই লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, শ্বাস নিতে পারছিলেন না ওই ব্য়ক্তি। প্রবলভাবে হাঁফাচ্ছিলেন। পরে ৩৮ বছরের ওই ব্যক্তির মৃত্য হয়। পরিবার সূত্রে খবর, শ্যাম যাদব নামের ওই ব্যক্তি অফিস থেকে ফেরার পর প্রত্যেক দিনই ব্যাডমিন্টন খেলতেন। মঙ্গলবারও তিনি অফিস থেকে ফিরে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন। সেখানেই খেলার মাঝে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে তৎক্ষনাৎ গাঁধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা  তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

KKR Exclusive: ইডেনে কবে শুরু কেকেআরের প্র্যাক্টিস? রাসেল-নারাইনরা শহরে আসছেন কবে?
ইডেনে কবে শুরু কেকেআরের প্র্যাক্টিস? রাসেল-নারাইনরা শহরে আসছেন কবে?
Kabir Suman: দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহার, কলকাতার মাটিতে, ইসলামীয় রীতি মেনে হোক শেষকৃত্য! ইচ্ছা কবীর সুমনের
দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহার, কলকাতার মাটিতে, ইসলামীয় রীতি মেনে হোক শেষকৃত্য! ইচ্ছা কবীর সুমনের
Recruitment Scam: ‘কালীঘাটের কাকু’কে ৭৮ কোটি দেন বিজেপি নেতা অরুণ! চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI
‘কালীঘাটের কাকু’কে ৭৮ কোটি দেন বিজেপি নেতা অরুণ! চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI
Champions Trophy 2025: ১০ বছর আগে স্বপ্নভঙ্গ হয়েছিল, কিউয়িদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পালা আজ বাভুমাদের
১০ বছর আগে স্বপ্নভঙ্গ হয়েছিল, কিউয়িদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পালা আজ বাভুমাদের
Advertisement
ABP Premium

ভিডিও

Panagarh Update : পানাগড়কাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মাPanagarh Incident : পানাগড়কাণ্ডের পুনর্নির্মাণ পুলিশের । সুতন্দ্রার গাড়ি চালককে নিয়ে পুনর্নির্মাণTangra News : স্ত্রী ও মেয়ের ছবির সামনে কান্না প্রসূনের। ট্যাংরাকাণ্ডে ঠিক কী ? পুনর্নির্মাণ পুলিশেরJU Incident : যাদবপুরকাণ্ডে মেদিনীপুরে আহত AIDSO-এর কর্মীসমর্থকদের আনা হল কলকাতা মেডিক্যালে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KKR Exclusive: ইডেনে কবে শুরু কেকেআরের প্র্যাক্টিস? রাসেল-নারাইনরা শহরে আসছেন কবে?
ইডেনে কবে শুরু কেকেআরের প্র্যাক্টিস? রাসেল-নারাইনরা শহরে আসছেন কবে?
Kabir Suman: দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহার, কলকাতার মাটিতে, ইসলামীয় রীতি মেনে হোক শেষকৃত্য! ইচ্ছা কবীর সুমনের
দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহার, কলকাতার মাটিতে, ইসলামীয় রীতি মেনে হোক শেষকৃত্য! ইচ্ছা কবীর সুমনের
Recruitment Scam: ‘কালীঘাটের কাকু’কে ৭৮ কোটি দেন বিজেপি নেতা অরুণ! চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI
‘কালীঘাটের কাকু’কে ৭৮ কোটি দেন বিজেপি নেতা অরুণ! চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI
Champions Trophy 2025: ১০ বছর আগে স্বপ্নভঙ্গ হয়েছিল, কিউয়িদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পালা আজ বাভুমাদের
১০ বছর আগে স্বপ্নভঙ্গ হয়েছিল, কিউয়িদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পালা আজ বাভুমাদের
Central Drug Control Test : প্রেসারের ওষুধ থেকে প্যারাসিটামল ! গুণমানের পরীক্ষায় ডাহা ফেল  নামি ব্র্যান্ডের শতাধিক ওষুধ
প্রেসারের ওষুধ থেকে প্যারাসিটামল ! গুণমানের পরীক্ষায় ডাহা ফেল নামি ব্র্যান্ডের শতাধিক ওষুধ
Haltu Incident : ঝুলন্ত বাবার কোলে মৃত শিশু, ঘরেই ঝুলছে মায়ের দেহ, গা শিউরে ওঠা ঘটনা হালতুতে
ঝুলন্ত বাবার কোলে মৃত শিশু, ঘরেই ঝুলছে মায়ের দেহ, গা শিউরে ওঠা ঘটনা হালতুতে
Indian Railways: ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কী হবে জানেন ? সর্বোচ্চ কত জরিমানা ! হতে পারে জেল ?
ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কী হবে জানেন ? সর্বোচ্চ কত জরিমানা ! হতে পারে জেল ?
Panagarh News : বারবার বয়ান বদল, এবার পানাগড়কাণ্ডে গ্রেফতার মৃতা সুতন্দ্রার ড্রাইভার, দায়ের অনিচ্ছাকৃত খুনের মামলা
বারবার বয়ান বদল, এবার পানাগড়কাণ্ডে গ্রেফতার মৃতা সুতন্দ্রার ড্রাইভার, দায়ের অনিচ্ছাকৃত খুনের মামলা
Embed widget