Sports Highlights: টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের, শিরোপা জয় রোনাল্ডোর, এক নজরে দিনের সেরা খেলার খবরগুলো
Todays Sports Highlights: রবিবারের খেলার দুনিয়ার সেরা খবরগুলো এক নজরে তুলে ধরা হল-
কলকাতা: ভারতের (Indian Cricket Team) টি-টোয়েন্টি (T20) হার। আরব ক্লাব চ্যাম্পিয়নশিপে খেতাব আল নাসেরের (Al Nassar) । হকি দলকে শুভেচ্ছা ও আর্থিক পুরস্কার ঘোষণা। আর কী রয়েছে এই প্রতিবেদনে? দেখে নেওয়া যাক -
ভারতের হার
ওয়ান ডে বিশ্বকাপের আগে এটা একটা বড় ধাক্কাই বলা চলে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল ভারতীয় দল। শেষ ম্যাচে ফ্লোরিডায় ৮ উইকেটে জিতে ইতিহাস গড়ল ক্যারিবিয়ানরা। প্রথমবার পাঁচ ম্যাচের কোনও টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে হারাল ক্যারিবিয়ান বাহিনী। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬৬ রান তাড়া করতে নেমে ২ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ শিবির। প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের ৬১ রানের সুবাদে ভারত ১৬৫ রান বোর্ডে তুলে নেয়। জবাবে ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৮৫ ও নিকোলাস পুরানের ৪৭ রানের সুবাদে জয় ছিনিয়ে নেয় ক্য়ারিবিয়ানরা।
হরমনপ্রীতদের আর্থিক পুরস্কার ঘোষণা
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এই গোটা টুর্নামেন্টই তামিলনাড়ুর চেন্নাইতে আয়োজিত হয়েছিল। দুরন্ত জয়ের পর স্বাভাবিকভাবেই ভারতীয় হকি দলকে শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন সকালে। এই শুভেচ্ছাবার্তার মাঝেই বড় ঘোষণা করলেন তামিলনাড়ুর প্রধানমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। তিনি সোশ্যাল মিডিয়ায় দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুরস্কারমূল্যের কথাও ঘোষণা করেন, 'দুরন্ত লড়াই করে চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেওয়ার জন্য ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা। এই জয় তাদের দক্ষতা এবং লড়াকু মানসিকতারই পরিচয় দেয়..... আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতীয় দলের এই দুরন্ত জয়ের জন্য ১.১ কোটি টাকার পুরস্কারমূল্যের ঘোষণা করছি।'
সচিনের সার্টিফিকেট
ভারতীয় হকি দলকে প্রশংসায় ভরালেন সচিন তেন্ডুলকর। শুভেচ্ছাবার্তা পাঠালেন তাঁদের জন্য। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন শুভেচ্ছাবার্তায় কী লিখেছেন? মাস্টার ব্লাস্টার তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ''আরও একটা গর্বের মুহূর্ত আমাদের হকি দলের জন্য। ভারতীয় দলকে অনেক অনেক কুর্নিশ জানাচ্ছি।''
এশিয়ান গেমসে নেই দীপা
এশিয়ান গেমসে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে গেল দীপা কর্মকারের (Dipa Karmakar)। চিনে তিনি নামতে পারবেন না। শুক্রবারই সাইয়ের তরফে ব্যক্তিগত বিভাগে অংশগ্রহণ করার তাঁর অনুরোধও খারিজ করে দেওয়া হয়। শুধু দীপা নয়, গোটা জিমন্যাস্ট দলের কাউকেই এশিয়ান গেমসে খেলতে দেখা যাবে না। তাঁরা এই প্রতিযোগিতায় খেলার জন্য ক্রীড়ামন্ত্রক যে যোগত্যার মাপকাঠি নির্ধারণ করেছিল, তাতেই বাধা পড়ে যান। পুরুষদের জিমন্যাস্ট বিভাগের অবস্থাও একইরকম। তপন মোহন্তি, রাকেশ পাত্র, যোগেশ্বর সিংহ, গৌরব কুমার এবং সত্যজিৎ মণ্ডল, পাঁচ পুরুষ জিমন্যাস্টকেই বাদ পড়েছেন এশিয়ান গেমস থেকে।
রোনাল্ডোর জোড়া গোলে খেতাব আল নাসেরের
প্রথমবারের জন্য আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাব জয় আল নাসেরের। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর গত মরসুমে কোনও ট্রফি জিততে পারেননি রোনাল্ডো। তবে এই মরসুমে প্রথম থেকেই ছন্দে ছিলেন। একের পর এক ম্যাচে গোল করে গিয়েছেন তিনি। শনিবার ফাইনালে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচে আল হিলালকে ২-১ গোলে হারায় আল নাসের। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় প্রথমে গোল করে এগিয়ে যায় আল হিলাল। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত রোনাল্ডোর জোড়া গোলে ম্যাচে জয় ছিনিয়ে নেয় আল নাসের। খেলার ৭৪ ও ৯৮ মিনিটের মাথায় গোল করেন সি আর সেভেন।