Sports Highlights: ভারতীয় দলে ফিরছেন ধোনি? কাদের ধরে রাখল আইপিএল দলগুলি? এক নজরে খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি।
![Sports Highlights: ভারতীয় দলে ফিরছেন ধোনি? কাদের ধরে রাখল আইপিএল দলগুলি? এক নজরে খেলার সব খবর Sports Highlights: Know latest updates of teams players matches and other highlights 15th October 2022 Sports Highlights: ভারতীয় দলে ফিরছেন ধোনি? কাদের ধরে রাখল আইপিএল দলগুলি? এক নজরে খেলার সব খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/16/6d3a5a512bb509d1c9163b42239513721668540654544507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ভারতীয় দলে ভিন্ন ভূমিকায় ফিরতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি, আইপিএল থেকে অবসর নিলেন কায়রন পোলার্ড, প্রকাশিত হল আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির ধরে রাখা খেলোয়াড়ের তালিকা।
ধোনির প্রত্যাবর্তন
অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) ফের একবার হৃদয়ভঙ্গ হয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। সেমিফাইনালেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে এখনও দুই বছর সময় রয়েছে। সেই বিশ্বকাপের আগে এবারের ব্যর্থতার ময়নাতদন্ত করে ভারতীয় বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড দলের ভাগ্য বদল করতে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) ফেরাতে আগ্রহী।
খবর অনুযায়ী, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ভাগ্য ফেরাতে ধোনিকে কোনও না কোনও গুরুত্বপূর্ণ পদে দলের সঙ্গে যুক্ত করতে আগ্রহী বিসিসিআই। অনেকেই মনে করছেন পরের মরসুমের আইপিএলের পরেই খেলোয়াড় হিসাবে বুট জোড়া তুলে রাখবেন ধোনি। ৪১ বছর বয়সি ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভারতীয় টি-টোয়েন্টি দলের ভাগ্য বদল করার লক্ষ্য়ে বিসিসিআই। এ মাসের শেষের দিকেই বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠক বসবে। সেখানে এই বিষয়ে আলোচনা হতে পারে বলেই খবর। যদিও ঠিক কবে এই বৈঠক হবে সেই দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।
বাদ মাভি, রাহানে
গত মরসুমের আইপিএলে নক আউটে পৌঁছতে পারেনি কলকাতা নাইট রাইডার্স গল। সেই কারণেই আসন্ন মরসুমে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে নাইটরা। ইতিমধ্যেই ট্রেডের মাধ্যমে তিন তারকা ক্রিকেটার লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর এবং রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছে কেকেআর। নতুনভাবে দল গুছিয়ে নেওয়ার উদ্দেশ্যে আসন্ন মরসুমের আগে একাধিক ঘরোয়া ক্রিকেটারকে ছেড়ে দিল নাইটরা।
অভিজিৎ তোমার, বাবা ইন্দ্রজিৎ, শেল্ডন জ্যাকসনদের পাশাপাশি অজিঙ্ক রাহানাকেও আসন্ন মরসুমের আগে ছেড়ে দিল কেকেআর। শিবম মাভিও, অ্যারন ফিঞ্চরা নেই দলে। কেকেআরের কাছে ছোট নিলামে খরচ করার জন্য আর ৭.০৫ কোটি টাকা রয়েছে।
বাদ পড়লেন কেন, ময়ঙ্ক
আসন্ন আইপিএল মরসুমের জন্য আজই ফ্রাঞ্চাইজগুলির কাছে নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের (IPL Retention 2023) তালিকা প্রকাশের শেষ দিন ছিল। সেইমতো সব দলই নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের নাম প্রকাশ করে দিল। বেশ কয়েকজন বড় তারকাকে আসন্ন মরসুমের আগে তাঁদের দলগুলি ছেড়ে দিল। এর মধ্যে সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য দুই নাম হল কেন উইলিয়ামসন (Kane Williamson) ও ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)।
পোলার্ডের অবসর
আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বছরের পর বছর ধরে পল্টনদের সাফল্যের অন্যতম কারণ হলে কায়রন পোলার্ড (Kieron Pollard)। ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের (IPL) মঞ্চ মাতিয়েছেন পোলার্ড। তবে আর নয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) নিজের আইপিএল কেরিয়ারে ইতি টানলেন পোলার্ড। তবে ক্রিকেটার হিসাবে অবসর নিলেও কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক এখানেই শেষ হচ্ছে না।
সদ্যই কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন পোলার্ড। এবার আইপিএল থেকেও অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার। সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। নিজের গোটা আইপিএল কেরিয়ারে মুম্বইয়ের জার্সি পরেই মাঠে নেমেছেন তিনি। পল্টনদের হয়ে পাঁচটি আইপিএল খেতাব জয়ের পাশাপাশি দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতেছেন পোলার্ড। তবে এখানেই ইতি। অবশ্য খেলোয়াড় হিসাবে ইতি টানার সঙ্গে সঙ্গেই তাঁকে নতুন ভূমিকায় নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। এবার থেকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে পোলার্ডকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)