এক্সপ্লোর

Sports Highlights: করোনা আক্রান্ত শামি, প্র্যাক্টিস শুরু স্মিথদের, ইডেনের নায়ক কেভিন, খেলার দুনিয়ার সব খবরের ঝলক

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: করোনা আক্রান্ত হলেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা শুরু করে দিলেন প্রস্তুতি। ইডেনে সহবাগদের জেতালেন কেভিন ও'ব্রায়েন। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।

শামির করোনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে কেন তাঁকে রাখা হল না, তা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। এরমধ্যেই খারাপ খবর। করোনা আক্রান্ত হয়ে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। সূত্রের খবর, শনিবারই শামির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। উল্লেখ্য, এশিয়া কাপেও ভারতীয় দলের অংশ ছিলেন না বাংলার এই তারকা অভিজ্ঞ পেসার। শনিবার ভারতীয় দল মোহালিতে পৌঁছলেও সেখানে যাননি শামি। প্রায় ১ বছর পর দেশের জার্সিতে ফের মাঠে নামতেন শামি। কিন্তু আপাতত অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।

জোড়া সেঞ্চুরি

লেজেন্ডস লিগ ক্রিকেটের (Legends League Cricket) উদ্বোধনী ম্যাচে ইডেনে দুই ইনিংসে আলো জ্বাললেন দুই ব্যাটার। প্রথমে অ্যাশলে নারস (Ashley Nurse)। ৪৩ বলে অপরাজিত ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন নারস। তাঁর দাপটে প্রথমে ব্যাট করে জাক কালিসের ইন্ডিয়া ক্যাপিটালস তুলেছিল ১৭৯/৭।

রান তাড়া করতে নেমে ইডেনে দ্বিতীয় ইনিংসে স্ট্রোকের ফুলঝুরি ছোটালেন কেভিন ও'ব্রায়েন (Kevin O'Brien)। আইরিশ ব্যাটার ৬১ বলে ১০৭ রান করলেন। মারলেন ১৫টি চার, ৩টি ছক্কা। তাঁর দাপটে ৮ বল বাকি থাকতে জয়ের রান তুলে নিল বীরেন্দ্র সহবাগের গুজরাত জায়ান্টস।

বিরাট স্টেটমেন্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে চণ্ডীগড়ে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা (Ind vs Aus)। শনিবার বিভিন্ন ভাগে ভারতীয় দলও পৌঁছে গেল মোহালিতে। সকালের দিকে শহরে আসেন জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, দীনেশ কার্তিক, আর অশ্বিনরা। সন্ধ্যার দিক থেকে একে একে ঢোকেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা। রবিবার থেকেই প্র্যাক্টিসে নেমে পড়ার কথা ভারতীয় ক্রিকেটারদের।

তবে সকলের নজর কেড়ে নিলেন কিংগ কোহলি। তাঁর অনবদ্য় স্টাইল স্টেটমেন্ট দিয়ে। হার্দিক পাণ্ড্যর কালো শার্ট, বোতামখোলা বুক, গলায় মোটা চেন, কানে হীরে ছিল। দীনেশ কার্তিকও সাদা ফ্লোরাল শার্ট আর ডেনিম জিন্স, স্নিকার্সে নজর কেড়েছেন। তবে কোহলি বাকি সকলকে পিছনে ফেলেছেন।

পঞ্জাব ক্রিকেট সংস্থা থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে কোহলিকে দেখা যাচ্ছে কালো ট্রাউজার্স ও ঢিলেঢালা রাউন্ড নেক টি শার্টে। সঙ্গে ক্রস বডি ব্যাগ, যাতে দারুণ মানিয়েছে কোহলিকে। হাতে দামি হাতঘড়ি। চোখে চশমা। কানে ইয়ারপড। মুখ ঢাকা ছিল মাস্কে। পায়ে সাদা স্নিকার্স। আকর্ষণীয় দেখিয়েছে কোহলিকে। সতীর্থদের পিছনেও ফেলেছেন তিনি।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। আর সেই কারণেই এই সিরিজে ভাল ফল করতে মরিয়া দুই দলই।

জোর প্রস্তুতি

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (Ind vs Aus) টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ মোহালিতে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। আর সেই কারণেই এই সিরিজে ভাল ফল করতে মরিয়া দুই দলই।

কীরকম মরিয়া? একটা ঘটনা থেকেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার রাতে মোহালিতে পৌঁছেছে অস্ট্রেলীয় ক্রিকেট দল। দীর্ঘ যাত্রার ধকল সামলে শনিবারই প্রস্তুতিতে নেমে পড়লেন অজি ক্রিকেটারেরা। অ্যারন ফিঞ্চ থেকে শুরু করে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল থেকে প্যাট কামিন্স, সকলেই অনুশীলনে নিজেদের উজাড় করে দিলেন। নেটে দেদার স্কুপ মারলেন ম্যাক্সওয়েল। এমনকী, ধ্রুপদী ঘরানার ব্যাটার হিসাবে পরিচিত স্মিথও মারলেন স্কুপ।

কৃতজ্ঞ বুমরা

শেষ খেলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রায় ২ মাস মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে ফের জাতীয় দলে ফিরেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন আমদাবাদের পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের সেরা ভরসা।

কাদের জন্য চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরলেন বুমরা? পর্দার আড়ালের ব্যক্তিদের প্রকাশ্যে নিয়ে এলেন তারকা পেসার। সেই সঙ্গে জানালেন কৃতজ্ঞতাও। বুমরার পোস্ট মন ছুঁয়ে গেল ভক্তদের।

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বুমরা। সেখানে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তিন সাপোর্ট স্টাফের সঙ্গে নিজের ছবি দিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'এই মানুষগুলোকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়েছেন। তাঁদের পরিশ্রম, অভিজ্ঞতা আমাকে মাঠে ফিরে আসতে সাহায্য করেছে'।

নতুন নিয়ম

ধরুন টি-টোয়েন্টি ম্যাচ চলছে। ব্যাটিং করা দলের হয়ে ঝোড়ো ইনিংস খেলে দিয়েছেন কেউ। এবার তাদের বোলিং করার পালা। কিন্তু ব্যাট হাতে বিধ্বংসী খেলা তারকা বল করেন না। তাই ফিল্ডিং করার সময় তাঁকে বাইরে রেখে ভাল মানের এক বোলারকে মাঠে ডেকে নিলেন অধিনায়ক। আর সেই বোলার বল হাতে তুলে নিলেন উইকেট। দলের জয় নিশ্চিত করে দিলেন।

একটা সময় সুপার সাব নিয়ম হইচই ফেলে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে। পরে সেই নিয়ম বন্ধ হয়ে যায়। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সেইরকমই এক নিয়ম চালু করতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট বোর্ড (BCCI)। যে নিয়মে ম্যাচের মাঝপথে একাদশের ক্রিকেটার বদলে ফেলতে পারবেন অধিনায়করা।

আসন্ন সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ট্যাক্টিক্যাল পরিবর্ত নিয়ম চালু করতে চলেছে বোর্ড। এ ব্যাপারে সমস্ত রাজ্য সংস্থাকে চিঠিও পাঠিয়েছে বোর্ড। ১১ অক্টোবর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি। সেই টুর্নামেন্টে কীভাবে এই নিয়ম ব্যবহার করা যাবে, চিঠিতে তা ব্যাখ্যা করে দিয়েছে বোর্ড।

উমেশের চোট

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মিডলসেক্সের (Middlesex County Cricket Club) হয়ে ৫০ ওভারের টুর্নামেন্ট রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে দারুণ ফর্মে ছিলেন উমেশ যাদব (Umesh Yadav)। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। তবে এই টুর্নামেন্ট চলাকালীনই ২১ অগাস্ট গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচে চোটের কবলে পড়েন ভারতীয় তারকা ফাস্ট বোলার। ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে আর মিডলসেক্সের হয়ে মাঠা নামা হচ্ছে না উমেশের। শুক্রবারই ক্রিকেট ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
RG Kar Protest : এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার
'এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়'
Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
Advertisement
ABP Premium

ভিডিও

UP News: রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে বেধড়ক মারধর, প্রতিবাদে গণ ইস্তফা ২৫০ চিকিৎসকেরRG Kar News: আন্দোলন চলুক, তবে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, পরামর্শ সিনিয়র ডাক্তারদের | ABP Ananda LIVEHoy Ma Noy Bouma: নতুন সিরিয়ালের সফরের মাঝেই একান্ত আড্ডায় মুখোমুখি হলেন অ্যানমেরি আর সিদ্ধার্থ।Jeet Ganguly: জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
RG Kar Protest : এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার
'এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়'
Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
Fake SBI Branch: প্রতারণার নয়া নজির, SBI-এর ভুয়ো শাখা খুলল প্রতারকরা
প্রতারণার নয়া নজির, SBI-এর ভুয়ো শাখা খুলল প্রতারকরা
Fruits: খালি পেটে এই ফলগুলি মোটেই খাওয়া চলবে না, সময় থাকতে সতর্ক হোন
খালি পেটে এই ফলগুলি মোটেই খাওয়া চলবে না, সময় থাকতে সতর্ক হোন
Asteroids Collision: আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA
আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA
Kangana Ranaut: গাঁধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট, ফের বিপাকে কঙ্গনা, 'রাজনীতি ওঁর জন্য নয়', বলছে BJP-ই
গাঁধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট, ফের বিপাকে কঙ্গনা, 'রাজনীতি ওঁর জন্য নয়', বলছে BJP-ই
Embed widget