এক্সপ্লোর

Sports Highlights: অষ্টমবার এশিয়াসেরা ভারত, কিশোর ভারতীতে লা লিগার অ্যাকাডেমি, এক নজরে খেলার সব খবর

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে দেখে নিন।

কলকাতা: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে দুরমুশ করে রেকর্ড অষ্টমবার এশিয়াসেরা হল ভারত। কিশোর ভারতীতেই হবে লা লিগার স্টেডিয়াম, বার্সেলোনা থেকে ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর। এক নজরে খেলার সারাদিনের সেরা খবরগুলি।

এশিয়াসেরা ভারত

শ্রীলঙ্কাকে (Sri Lanka Cricket Team) হারিয়ে অষ্টমবার এশিয়া কাপ (Asia Cup 2023) খেতাব জয়ের জন্য ভারতের (Indian Cricket Team) সামনে লক্ষ্য ছিল মাত্র ৫১ রান। এই রান তুলতে বেশি ঘাম ঝড়ানোর প্রয়োজন ছিল না। বেশি খাটা খাটনি করতে হল না। মাত্র ৬.১ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। শুভমন গিল ২৭ রান ও ঈশান কিষাণ ২৩ রানে অপরাজিত থাকেন। এদিন বল হাতে টসে হেরে প্রথমে বোলিং করতে হয় ভারতকে। বল হাতে মহম্মদ সিরাজ়ের বিধ্বংসী বোলিংয়ে কোনওক্রমে ৫০ পূর্ণ করে দ্বীপরাষ্ট্র। ছয় উইকেট নেন সিরাজ়।

কিশোর ভারতীতে লা লিগা অ্যাকাডেমি

মূলত বাংলায় লগ্নি টানতেই ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শিল্পের পাশাপাশি খেলাধুলো বিশেষত ফুটবলের উন্নতি সাধনেও তৎপর মুখ্যমন্ত্রী। সেই মর্মে ইতিমধ্যেই লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরও করেছেন তিনি। সেই চুক্তি অনুযায়ী বাংলায় অ্যাকাডেমি গড়বে লা লিগা (La Liga) কর্তৃপক্ষ। তবে ঠিক কোথায় সেই অ্যাকাডেমি গড়া হবে, তা জানানো হয়নি। আজ লা লিগার অ্যাকাডেমি গড়ার জন্য স্থান ঘোষণা করে দিলেন মমতা। 

মাদ্রিদ সফর শেষে আজ আরেক প্রসিদ্ধ ফুটবল শহর বার্সেলোনায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই সকলের উদ্দেশে তিনি জানান যে লা লিগার অ্যাকাডেমি গড়ার জন্য কিশোর ভারতী স্টেডিয়ামই (Kishore Bharati Stadium) কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চলেছেন তিনি। মমতা বলেন, 'বিশ্বের সেরা সংগঠন এবং জনপ্রিয়তম লিগ লা লিগার সঙ্গে দিনকয়েক আগেই আমরা চুক্তি স্বাক্ষর করেছি। ওদের পেশাদারিত্ব নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। লা লিগা কর্তৃপক্ষ বাংলায় অ্যাকাডেমি গড়তে আগ্রহ দেখিয়েছিলেন। দুই দিন আগেই এই বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল। ওরা জমি পেলেই কলকাতায় অ্যাকাডেমি গড়ার কাজ শুরু করে দেবে বলেই জানিয়েছিল। আজ আমি এখান থেকেই ঘোষণা করছি, যে ওদের অ্যাকাডেমি গড়ার জন্য সমস্ত সুযোগ সুবিধাসহ বাংলার একটা গোটা স্টেডিয়াম দেব আমরা। আমার বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দিন। যত শীঘ্র সম্ভব কলকাতায় এসে অ্যাকাডেমি গড়ার কাজ শুরু করে দিন। কিশোর ভারতী স্টেডিয়ামটা আমি এর জন্য দিয়ে দিচ্ছি।'

মন জিতলেন সিরাজ়

স্বপ্নের বোলিং স্পেলে এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছেন মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। ২১ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে গড়েছেন একগুচ্ছ রেকর্ডও। তার দুরন্ত বোলিংয়ে ভর করেই মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় ভারতীয় দল। ১০ জিতে নেয় ফাইনাল। স্বাভাবিকভাবেই তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। এরপরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজের মানবিক মুখ ধরা পড়ল।

ম্যাচ সেরা হওয়ার পর তিনি নিজের পুরস্কারমূল্যর পুরোটাই মাঠকর্মীদের উদ্দেশে দান করেন। তিনি বলেন, 'এই পুরস্কারমূল্যের পুরোটাই মাঠকর্মীদের জন্য। ওদের ছাড়া তো এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভবই হবে না।' নিজের বোলিং স্পেল নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ় অকপটে মেনে নেন যে এটাই তাঁর কেরিয়ারের সেরা বোলিং স্পেন। 'অনেকদিন ধরেই ভাল বোলিং করছি আমি। তবে আজকে সব বল ঠিকানায় পড়েছে। এই পিচে তো বল সিম করেই তো আজ বল সুইংও করেছিল। সেই কারণেই ফুল লেংথে বল করছিলাম। দলের সকল ফাস্ট বোলারের মধ্যেই কিন্তু সম্পর্ক খুব ভাল। দলের জন্য এটা খুবই ভাল বিষয়' বলেন ভারতের তারকা ফাস্ট বোলার।

ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ  

কিছুদিন আগেই অ্য়াথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এর আগে অলিম্পিক্সেও সোনা জিতেছেন। স্বপ্নের ফর্মে থাকলেও ডায়মন্ড লিগ ফাইনালে অল্পের জন্য সোনা খোয়াতে হল নীরজ চোপড়াকে। ১৬ সেপ্টেম্বর ফাইনালে ৮৩.৮০ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন পানিপথের তরুণ। ডায়মন্ড লিগের ফাইনাল জিতেছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভ্যাডলেচ। যিনি তার প্রথম প্রচেষ্টায় ৮৪.২৪ মিটার থ্রো করেছিলেন। এদিন প্রথম থ্রো-টি ফাউল হয়ে যায় নীরজের। যদিও দ্বিতীয়বারের প্রচেষ্টাতেই ৮৩.৮০ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। এর আগে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ।

কিন্তু এবার আর পারলেন না। চেক প্রজাতন্ত্রের ভিটেজস্লাভ ভেসেলি ২০১২ এবং ২০১৪ সালে খেতাব জিতেছিলেন। এছাড়া জাকুব ভ্যাডলেচ ২০১৬ এবং ২০১৭ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। নীরজ এবার খেতাব জিতলে তিনি বিশ্বের তৃতীয় ও ভারতের প্রথম প্লেয়ার হিসেবে এই নজির গড়তেন। নীরজের নজরে এ বার এশিয়ান গেমস। জাকার্তা এশিয়ান গেমসে সোনার পদক জিতেছিলেন। হাংঝৌতে তাঁর কাছ থেকে সোনার প্রত্যাশায় ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

দিল্লির হেডকোচ বাংলার প্রাক্তনী

তিনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। বাংলা দলকে (Bengal Cricket Team) নেতৃত্বও দিয়েছিলেন। বাংলার জার্সিতে যে দুজন ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম তিনি। সেই দেবাঙ্গ গাঁধীকে (Devang Gandhi) হেড কোচ হিসাবে নিয়োগ করল দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা। শনিবার সংস্থার তরফে ঘোষণা করা হল, আগামী মরশুমে দিল্লির প্রধান কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন দেবাঙ্গ। ঘরোয়া ক্রিকেটে দিল্লির সাম্প্রতির ফর্ম ভাল নয়। ব্যর্থতার সেই ছবিটা কাটাতে তৎপর দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা। সেই জন্য কোচ হিসাবে নতুন মুখকে দায়িত্বে আনা হল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপে টুর্নামেন্টসেরা হয়ে রোহিতকে কৃতজ্ঞতা জানালেন কুলদীপ

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

SSC Supreme Court: 'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
RG Kar Case: 'বর্তমানে যে তদন্ত চলছে আস্থা নেই', নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার
'বর্তমানে যে তদন্ত চলছে আস্থা নেই', নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার
West Bengal News LIVE Updates:'অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি ? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়?' প্রশ্ন প্রধান বিচারপতির
'অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি ? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়?' প্রশ্ন প্রধান বিচারপতির
Weather Forecast: থমকে শীতের আমেজ! নিম্নচাপের জেরে ফের বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়
থমকে শীতের আমেজ! নিম্নচাপের জেরে ফের বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়
Advertisement
ABP Premium

ভিডিও

Jukti Takko: 'বিশ্বের তাবড় তাবড় দেশ তাদের রুটি সেঁকবে', কোন প্রসঙ্গে মন্তব্য দেবাশিস দাসের?Jukti Takko (পর্ব ২): ওপারে হিন্দুু কাঁদে, মৌলবাদ সাজায় ঘুঁটি, এপারে তাই নিয়ে, রাজনীতি সেঁকে রুটিJukti Takko (পর্ব ১): ওপারে হিন্দুু কাঁদে, মৌলবাদ সাজায় ঘুঁটি, এপারে তাই নিয়ে, রাজনীতি সেঁকে রুটিCongress Chaos: দুর্নীতি, বেকারত্বের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের, তুলকালাম পরিস্থিতি রাজভবনের সামনে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SSC Supreme Court: 'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
RG Kar Case: 'বর্তমানে যে তদন্ত চলছে আস্থা নেই', নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার
'বর্তমানে যে তদন্ত চলছে আস্থা নেই', নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবার
West Bengal News LIVE Updates:'অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি ? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়?' প্রশ্ন প্রধান বিচারপতির
'অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি ? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়?' প্রশ্ন প্রধান বিচারপতির
Weather Forecast: থমকে শীতের আমেজ! নিম্নচাপের জেরে ফের বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়
থমকে শীতের আমেজ! নিম্নচাপের জেরে ফের বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়
Jukti Takko: 'ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না', যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার
'ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না', যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার
India-Bangladesh Issue: বাংলাদেশিদের হাতে ভারতের 'ভুয়ো পাসপোর্ট'! রাজ্যে জঙ্গি প্রবেশের আশঙ্কা চরমে!
বাংলাদেশিদের হাতে ভারতের 'ভুয়ো পাসপোর্ট'! রাজ্যে জঙ্গি প্রবেশের আশঙ্কা চরমে!
Stock Market Crash: বাজার খুলতেই বড় পতন, সকালেই ৩ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের- দাম পড়ছে এই স্টকগুলির
বাজার খুলতেই বড় পতন, সকালেই ৩ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের- দাম পড়ছে এই স্টকগুলির
Dev on Khadaan: দুপুরে শো না পাওয়া নিয়ে চূড়ান্ত ক্ষোভ দেবের, রাত হতেই বদলাল 'খাদান'-এর ব্যবসার ছবিটা!
দুপুরে শো না পাওয়া নিয়ে চূড়ান্ত ক্ষোভ দেবের, রাত হতেই বদলাল 'খাদান'-এর ব্যবসার ছবিটা!
Embed widget