এক্সপ্লোর

Sports Highlights: অষ্টমবার এশিয়াসেরা ভারত, কিশোর ভারতীতে লা লিগার অ্যাকাডেমি, এক নজরে খেলার সব খবর

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে দেখে নিন।

কলকাতা: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে দুরমুশ করে রেকর্ড অষ্টমবার এশিয়াসেরা হল ভারত। কিশোর ভারতীতেই হবে লা লিগার স্টেডিয়াম, বার্সেলোনা থেকে ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর। এক নজরে খেলার সারাদিনের সেরা খবরগুলি।

এশিয়াসেরা ভারত

শ্রীলঙ্কাকে (Sri Lanka Cricket Team) হারিয়ে অষ্টমবার এশিয়া কাপ (Asia Cup 2023) খেতাব জয়ের জন্য ভারতের (Indian Cricket Team) সামনে লক্ষ্য ছিল মাত্র ৫১ রান। এই রান তুলতে বেশি ঘাম ঝড়ানোর প্রয়োজন ছিল না। বেশি খাটা খাটনি করতে হল না। মাত্র ৬.১ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। শুভমন গিল ২৭ রান ও ঈশান কিষাণ ২৩ রানে অপরাজিত থাকেন। এদিন বল হাতে টসে হেরে প্রথমে বোলিং করতে হয় ভারতকে। বল হাতে মহম্মদ সিরাজ়ের বিধ্বংসী বোলিংয়ে কোনওক্রমে ৫০ পূর্ণ করে দ্বীপরাষ্ট্র। ছয় উইকেট নেন সিরাজ়।

কিশোর ভারতীতে লা লিগা অ্যাকাডেমি

মূলত বাংলায় লগ্নি টানতেই ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শিল্পের পাশাপাশি খেলাধুলো বিশেষত ফুটবলের উন্নতি সাধনেও তৎপর মুখ্যমন্ত্রী। সেই মর্মে ইতিমধ্যেই লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরও করেছেন তিনি। সেই চুক্তি অনুযায়ী বাংলায় অ্যাকাডেমি গড়বে লা লিগা (La Liga) কর্তৃপক্ষ। তবে ঠিক কোথায় সেই অ্যাকাডেমি গড়া হবে, তা জানানো হয়নি। আজ লা লিগার অ্যাকাডেমি গড়ার জন্য স্থান ঘোষণা করে দিলেন মমতা। 

মাদ্রিদ সফর শেষে আজ আরেক প্রসিদ্ধ ফুটবল শহর বার্সেলোনায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই সকলের উদ্দেশে তিনি জানান যে লা লিগার অ্যাকাডেমি গড়ার জন্য কিশোর ভারতী স্টেডিয়ামই (Kishore Bharati Stadium) কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চলেছেন তিনি। মমতা বলেন, 'বিশ্বের সেরা সংগঠন এবং জনপ্রিয়তম লিগ লা লিগার সঙ্গে দিনকয়েক আগেই আমরা চুক্তি স্বাক্ষর করেছি। ওদের পেশাদারিত্ব নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। লা লিগা কর্তৃপক্ষ বাংলায় অ্যাকাডেমি গড়তে আগ্রহ দেখিয়েছিলেন। দুই দিন আগেই এই বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল। ওরা জমি পেলেই কলকাতায় অ্যাকাডেমি গড়ার কাজ শুরু করে দেবে বলেই জানিয়েছিল। আজ আমি এখান থেকেই ঘোষণা করছি, যে ওদের অ্যাকাডেমি গড়ার জন্য সমস্ত সুযোগ সুবিধাসহ বাংলার একটা গোটা স্টেডিয়াম দেব আমরা। আমার বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দিন। যত শীঘ্র সম্ভব কলকাতায় এসে অ্যাকাডেমি গড়ার কাজ শুরু করে দিন। কিশোর ভারতী স্টেডিয়ামটা আমি এর জন্য দিয়ে দিচ্ছি।'

মন জিতলেন সিরাজ়

স্বপ্নের বোলিং স্পেলে এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছেন মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। ২১ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়ে গড়েছেন একগুচ্ছ রেকর্ডও। তার দুরন্ত বোলিংয়ে ভর করেই মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় ভারতীয় দল। ১০ জিতে নেয় ফাইনাল। স্বাভাবিকভাবেই তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। এরপরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজের মানবিক মুখ ধরা পড়ল।

ম্যাচ সেরা হওয়ার পর তিনি নিজের পুরস্কারমূল্যর পুরোটাই মাঠকর্মীদের উদ্দেশে দান করেন। তিনি বলেন, 'এই পুরস্কারমূল্যের পুরোটাই মাঠকর্মীদের জন্য। ওদের ছাড়া তো এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভবই হবে না।' নিজের বোলিং স্পেল নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ় অকপটে মেনে নেন যে এটাই তাঁর কেরিয়ারের সেরা বোলিং স্পেন। 'অনেকদিন ধরেই ভাল বোলিং করছি আমি। তবে আজকে সব বল ঠিকানায় পড়েছে। এই পিচে তো বল সিম করেই তো আজ বল সুইংও করেছিল। সেই কারণেই ফুল লেংথে বল করছিলাম। দলের সকল ফাস্ট বোলারের মধ্যেই কিন্তু সম্পর্ক খুব ভাল। দলের জন্য এটা খুবই ভাল বিষয়' বলেন ভারতের তারকা ফাস্ট বোলার।

ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ  

কিছুদিন আগেই অ্য়াথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এর আগে অলিম্পিক্সেও সোনা জিতেছেন। স্বপ্নের ফর্মে থাকলেও ডায়মন্ড লিগ ফাইনালে অল্পের জন্য সোনা খোয়াতে হল নীরজ চোপড়াকে। ১৬ সেপ্টেম্বর ফাইনালে ৮৩.৮০ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন পানিপথের তরুণ। ডায়মন্ড লিগের ফাইনাল জিতেছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভ্যাডলেচ। যিনি তার প্রথম প্রচেষ্টায় ৮৪.২৪ মিটার থ্রো করেছিলেন। এদিন প্রথম থ্রো-টি ফাউল হয়ে যায় নীরজের। যদিও দ্বিতীয়বারের প্রচেষ্টাতেই ৮৩.৮০ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। এর আগে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ।

কিন্তু এবার আর পারলেন না। চেক প্রজাতন্ত্রের ভিটেজস্লাভ ভেসেলি ২০১২ এবং ২০১৪ সালে খেতাব জিতেছিলেন। এছাড়া জাকুব ভ্যাডলেচ ২০১৬ এবং ২০১৭ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। নীরজ এবার খেতাব জিতলে তিনি বিশ্বের তৃতীয় ও ভারতের প্রথম প্লেয়ার হিসেবে এই নজির গড়তেন। নীরজের নজরে এ বার এশিয়ান গেমস। জাকার্তা এশিয়ান গেমসে সোনার পদক জিতেছিলেন। হাংঝৌতে তাঁর কাছ থেকে সোনার প্রত্যাশায় ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

দিল্লির হেডকোচ বাংলার প্রাক্তনী

তিনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। বাংলা দলকে (Bengal Cricket Team) নেতৃত্বও দিয়েছিলেন। বাংলার জার্সিতে যে দুজন ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম তিনি। সেই দেবাঙ্গ গাঁধীকে (Devang Gandhi) হেড কোচ হিসাবে নিয়োগ করল দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা। শনিবার সংস্থার তরফে ঘোষণা করা হল, আগামী মরশুমে দিল্লির প্রধান কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন দেবাঙ্গ। ঘরোয়া ক্রিকেটে দিল্লির সাম্প্রতির ফর্ম ভাল নয়। ব্যর্থতার সেই ছবিটা কাটাতে তৎপর দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা। সেই জন্য কোচ হিসাবে নতুন মুখকে দায়িত্বে আনা হল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপে টুর্নামেন্টসেরা হয়ে রোহিতকে কৃতজ্ঞতা জানালেন কুলদীপ

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

ABP Ananda Sera Bangali: ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা পার করল দুই দশক, কারা হলেন সেরা বাঙালি?
ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা পার করল দুই দশক, কারা হলেন সেরা বাঙালি?
Kalyan Banerjee : 'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের
'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের
Sukanata On Sushanta : TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে BJP-তে আহ্বান সুকান্ত মজুমদারের, 'ওখানে থাকলে..'
TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে BJP-তে আহ্বান সুকান্ত মজুমদারের, 'ওখানে থাকলে..'
Kasba Incident Update: 'তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একজন...', কসবাকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত গুলজারের
'তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একজন...', কসবাকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত গুলজারের
Advertisement
ABP Premium

ভিডিও

Dilip Ghosh: 'এই টাকা লুঠের কারণ হল এটা বেহিসাবি টাকা', ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে মন্তব্য দিলীপেরMedicon International 2024: শহরের বুকে আয়োজন করা হল মেডিকন ইন্টারন্যাশনাল ২০২৪ | ABP Ananda LIVEAnubrata Mandal: বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই 'ক্যাপ্টেন', অনুব্রতর নেতৃত্বেই চলবে কোর কমিটিHowrah Bridge: রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ABP Ananda Sera Bangali: ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা পার করল দুই দশক, কারা হলেন সেরা বাঙালি?
ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা পার করল দুই দশক, কারা হলেন সেরা বাঙালি?
Kalyan Banerjee : 'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের
'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের
Sukanata On Sushanta : TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে BJP-তে আহ্বান সুকান্ত মজুমদারের, 'ওখানে থাকলে..'
TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে BJP-তে আহ্বান সুকান্ত মজুমদারের, 'ওখানে থাকলে..'
Kasba Incident Update: 'তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একজন...', কসবাকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত গুলজারের
'তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একজন...', কসবাকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত গুলজারের
Sushanta Ghosh: 'মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে..' কসবাকাণ্ডের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য TMC কাউন্সিলর সুশান্তের !
'মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে..' কসবাকাণ্ডের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য TMC কাউন্সিলর সুশান্তের !
Sachin Tendulkar: এত বড় উইকেট? অবসর নেওয়ার দিনই সচিনের মজার পোস্ট মন জিতল ভক্তদের
এত বড় উইকেট? অবসর নেওয়ার দিনই সচিনের মজার পোস্ট মন জিতল ভক্তদের
Job News: দশম শ্রেণি উত্তীর্ণ হলেই পাবেন রেলের এই চাকরি, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?
দশম শ্রেণি উত্তীর্ণ হলেই পাবেন রেলের এই চাকরি, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?
Tata Curvv: আরও বাড়ল ওয়েটিং পিরিয়ড, এখন বুক করলে কবে পাবেন টাটার এই SUV ?
আরও বাড়ল ওয়েটিং পিরিয়ড, এখন বুক করলে কবে পাবেন টাটার এই SUV ?
Embed widget