Sports Highlights: ডার্বি জয় ইস্টবেঙ্গলের, মেয়েদের হকিতে হার, ইডেনে লড়াই বাংলার, দিনের সেরা খেলার খবরের এক ঝলক
Todays Sports Highlights: দেখে নিন দিনের সেরা খেলার খবরের এক ঝলক -
কলকাতা: কলিঙ্গ সুপার কাপে ডার্বিতে লাল হলুদ ঝড়। পিছিয়ে থেকেও জয় ইস্টবেঙ্গলের। সেমিতে কুয়াদ্রাতের দল। ইডেনে রঞ্জিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলতে বাংলা। প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতীয় মহিলা হকি দল। দেখে নিন খেলার দুনিয়ার আজকের সেরা খবরগুলো -
ডার্বির রং লাল হলুদ
কলিঙ্গ সুপার কাপে ডার্বিতে জ্বলল মশাল। মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড। পিছিয়ে থেকেও ম্যাচে জয় ছিনিয়ে নিল কার্লেস কুয়াদ্রাতের দল। প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল করে লাল হলুদের ফুটবলাররা। ম্য়াচে জোড়া গোল করেন ক্লেটন সিলভা। আর এই জয়ের ফলে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল কার্লেস কুয়াদ্রাতের দল।
প্রথমার্ধে ১-১ ছিল খেলার স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। খেলার ৬৩ মিনিটের মাথায় দ্বিতীয গোল ইস্টবেঙ্গলের। এবার গোল পেলেন নন্দকুমার। রবি রানারর ভুলের খেসারত দিতে হল সবুজ মেরুনকে। ২-১ গোলে এগিয়ে গেল লাল হলুদ ব্রিগেড। খেলার ৮০ মিনিটের মাথায় ক্লেটন সিলভা নিজের দ্বিতীয় ও ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটি করলেন। এর মাঝে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। খেলার ৮০ মিনিটের মাথায় মাঠের ডানপ্রান্ত থেকে মোহনবাগান বক্সের মধ্যে থাকা হিজাজিকে লক্ষ্য করে ক্রস। আহামরি হেডার নয়। সহজেই বলটা ধরে নেওয়ার কথা ছিল মোহনবাগান গোলকিপারের। কিন্তু বলটা ফস্কে দেন। তার সুযোগসন্ধানীর মতো গোল করে যান ক্লেইটন। মোহনবাগান সুপার জায়ান্ট ১-৩ ইস্টবেঙ্গল।
ইডেনে বাংলা বনাম ছত্তিশগড়
অনুষ্টুপ মজুমদার (Anustup Mazumdar) শুক্রবার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করলেন। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বাংলা বনাম ছত্তীসগড় ম্যাচের প্রথম দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রইলেন ময়দানের রুকু। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ২০৬/৪। খেলা হয়েছে মাত্র ৭৩ ওভার। আলো কমে আসায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে খেলা থামিয়ে দেন আম্পায়াররা। অনুষ্টুপের সঙ্গে অপরাজিত রয়েছেন অভিষেক পোড়েল। ৪৭ রান করে ক্রিজে রয়েছেন তিনি। তবে ৩৯ রানের মাথায় তাঁর ক্যাচ না পড়লে বাংলা আরও চাপে থাকত। যে শটের পর তাঁকে মাঠেই বার্তা পাঠাতে হল কোচ লক্ষ্মীরতন শুক্লকে।
অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতীয় মহিলা হকি দল
টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছিলেন ভারতীয় মহিলা হকি দল (Indian Womens Hockey Team)। স্বপ্নের দৌড় ছিল তা। কিন্তু শুক্রবার ততটাই হতাশায় ডুব দিলেন ইশিকা, দীপিকারা। জাপানের বিরুদ্ধে ১-০ গোলে হেরে প্যারিস অলিম্পিক্স খেলার স্বপ্নভঙ্গ হয়ে গেল ভারতীয় মহিলা হকি দলের। এফআইএইচ কোয়ালিফায়ারে এদিনের ম্যাচটি তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ। এদিন ম্যাচ জিতলে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করত মহিলা হকি দল। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি তাঁরা। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ভারতের তারকা ফরোয়ার্ড সেলিমা।
নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ম্য়াক্সওয়েল
বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের (Melbourne Stars) দায়িত্ব ছিল তাঁর কাঁধে। এবার দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)। নিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশ্বকাপের সময়ও ছন্দে ছিলেন। এরপর থেকেই ম্য়াক্সওয়েলের ব্যাট চলেছে প্রায় সব ম্য়াচেই। কিন্তু চলতি বিগ ব্যাশে দলকে ফাইনালে না তুলতে পারায় এবার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ডানহাতি অলরাউন্ডার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে সিডনি থান্ডার্সের জয় মেলবোর্ন স্টার্সের জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে ফাইনালে ওঠার। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছেন গ্লেন ম্য়াক্সওয়েল।