Sports Highlights: মুম্বইয়ের হারের হ্যাটট্রিক, জকোভিচের নতুন ইতিহাস, এক নজরে খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে জেনে নিন।
কলকাতা: চলতি আইপিএলে হারের হ্যাটট্রিক করল রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। টেনিসে নতুন ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। এক নজরে খেলার সব খবর।
মুম্বইয়ের হারের হ্যাটট্রিক
ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ। টানা দুই ম্যাচ হেরে এসে কোথায় মরিয়া হয়ে ঝাঁপাবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)! উল্টে ঘরের মাঠেও হার্দিক পাণ্ড্যদের তাড়া করে বেড়াল বিতর্কের ভূত। ঘরের মাঠের গ্যালারি বিদ্রুপ করল হার্দিককে। আর মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে এসে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে গেল রাজস্থান রয়্যালস।
আইপিএলে হারের হ্যাটট্রিক হল মুকেশ ও নীতা অম্বানির দলের। আইপিএলে (IPL 2024) পরপর দুই ম্যাচে হার। তৃতীয় ম্যাচে ঘরের মাঠে লজ্জা বাঁচানোর চ্যালেঞ্জ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। তবে ম্যাচের প্রথমার্ধে ব্যাটিং ভরাডুবি হল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের।
রাজস্থান রয়্যালসের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল হার্দিক-রোহিতদের। একটা সময় পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে, দলের স্কোর একশো পেরবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল ধন্দ। ২০/৪ হয়ে গিয়েছিল মুম্বই। সেখান থেকে হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা কিছুটা লড়াই করলেন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৫/৯ তোলে মুম্বই। সঞ্জু স্যামসনদের সামনে সহজ লক্ষ্য ছিল। ১২৬ রান তুললেই ম্য়াচ জিতে নেবে রাজস্থান রয়্যালস, পরিস্থিতি ছিল এমনই।
প্রথম ওভারেই ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালকে তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রোটিয়া পেসার কেনা পাফাকা। জস বাটলার, সঞ্জু স্যামসনও রান পাননি। তবে ৩৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে রাজস্থানকে ২৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্য়াচ জেতালেন রিয়ান পরাগ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রাজস্থান। আর মুম্বই থেকে গেল তলানিতেই।
ইডেন থেকে সরছে ম্যাচ!
কেকেআরের এক ম্যাচ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একাধিক রিপোর্ট অনুযায়ী ১৭ এপ্রিল কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের (KKR vs RR) ম্যাচের সূচি বদল হতে পারে।
১৭ এপ্রিল ম্যাচটি ইডেন গার্ডেন্সেই আয়োজিত হওয়ার কথা। তবে বিসিসিআই সেই ম্যাচের দিনক্ষণ বা ভেন্যু বদলের চিন্তাভাবনা করছে। এর কারণ রামনবমি। গোটা দেশজুড়েই রামনবমি উৎসব পালন হবে। আধিকারিকরা সেই সময়ে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষী দেওয়া যাবে কি না, সেই বিষয়ে নিশ্চিত নন। তবে শুধু রামনবমী নয়, লোকসভা নির্বাচনও শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। সেক্ষেত্রেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে সংশয় রয়েছে।
এই নিয়ে বিসিসিআই এবং সিএবির মধ্যে আলাপ আলোচনাও হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে দুই ফ্র্যাঞ্চাইজি এবং ব্রডকাস্টারদের এই বিষয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে রিপোর্টে এও দাবি করা হচ্ছে যে যাতে ম্যাচ নির্ধারিত দিনেই আয়োজন করা যায়, সেই নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্ষোভের মুখে হার্দিক
আইপিএল মরশুমের (IPL 2024) শুরু থেকেই বারংবার দর্শকদের ক্ষোভের মুখে পড়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আমদাবাদ হোক বা হায়দরাবাদ, দর্শকরা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের বিরুদ্ধে নিজেদের মনোভাব ক্ষোভ ব্যক্ত করেছেন। পল্টনদের ঘরের মাঠ ওয়াংখেড়েতেও সেই ধারা বদলাল না।
ওয়াংখেড়েতে রাজস্থানের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে টস করার সময়ই হার্দিকের নাম উচ্চারণ হতেই দর্শকরা নিজেদের ক্ষোভ উগরে দেন। মাঠ জুড়ে 'বু'-র মাঝে শেষমেশ সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) বাধ্য হয়েই দর্শকদের ঠিকভাবে আচরণ করার কথা মাইকেই ঘোষণা করেন। মঞ্জরেকর মাইকে টসের আগে দর্শকদের উদ্দেশে বলেন, 'আমার সঙ্গে দুই অধিনায়ক রয়েছেন। হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। সকলে অভিবাদন জানান এবং ঠিকঠাক আচরণ করুন।' তাতে অবশ্য লাভের লাভ কিছুই হয়নি।
জকোভিচের রেকর্ড
সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড এমনিই তাঁর ঝুলিতে। এবার ফের এক রেকর্ডের মালিক হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় জকোভিচ। নতুন প্রকাশিত এটিপি ব়্যাঙ্কিংয়েও (ATP Rankings) তিনি একেই রয়েছেন। এর সুবাদেই ভাঙল রজার ফেডেরারের রেকর্ড।
এতদিন পর্যন্ত রজার ফেডেরারই সবচেয়ে বেশি বয়সে এক নম্বর সিঙ্গেলস টেনিস তারকা হওয়ার কৃতিত্বের অধিকারী ছিলেন। এবার সেই রেকর্ড জকোভিচের দখলে চলে গেল। ৩৬ বছর ৩২১ দিনে এটিপি ব়্যাঙ্কিংয়ে একে সার্বিয়ান তারকা। জকোভিচের ফিটনেস, তাঁর ধারাবাহিকতা এবং লড়াকু মানসিকতা ঈর্ষণীয়। বয়সের গণ্ডি ৩০ পার করার পর তিনি যেন আরও ক্ষিপ্র হয়ে উঠেছেন। ৩০ বছরের পরেই জকোভিচ ৩১টি ট্যুর খেতাব জিতেছেন। রেকর্ড ২৪ স্ল্যামজয়ী তারকার ১২টি স্ল্যামই এসেছে তিনি ৩০-র গণ্ডি পার করার পর।
রাহুলের পরিবারে নতুন সদস্য?
২০২৩ সালের জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী আথিয়া শেট্টি ও তারকা ক্রিকেটার কেএল রাহুল। কনের বাবা, অভিনেতা সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউজে পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন তাঁরা। চিরকালই নিজেদের ব্যক্তিগত জীবন গোপনই রেখেছেন তাঁরা। একসঙ্গে যে খুব ঘন ঘন ছবি পোস্ট করেন এমনও না। তবে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁদের 'কাপল গোল' নজর কাড়ে। সেই আবহেই এবার শোনা যাচ্ছে প্রথম সন্তানের আগমনের প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি। সুনীল শেট্টির একটি মন্তব্য দেখে এমনই আন্দাজ করা হচ্ছে যে আথিয়া শেট্টি সন্তানসম্ভবা। কী এমন বললেন তিনি?
একটি নাচের রিয়েলিটি শোয়ে সম্প্রতি 'গ্র্যান্ডপেরেন্টস' স্পেশাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ দাদু-দিদা, ঠাকুর্দা-ঠাকুমাদের উৎসর্গ করে বিশেষ পর্ব। সেই অনুষ্ঠানের অন্যতম বিচারক সুনীল শেট্টি। এই পর্বে সঞ্চালিকা ভারতী সিংহ সুনীল শেট্টিকে জিজ্ঞেস করেন তিনি কেমন ধরনের দাদু হবেন। এই প্রশ্নের উত্তরে তাঁকে বলতে শোনা যায়, 'হ্যাঁ, পরের সিজনে যখন আমি আসব, আমি এই মঞ্চে দাদু হিসেবে হেঁটে উঠব।'
আরও পড়ুন: নিরামিষ খেয়েও বলের ভয় ধরানো গতি! আইপিএলে সাড়া ফেলে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভক্ত এই পেসার