এক্সপ্লোর

Sports Highlights: জুডোয় জোড়া পদক, লন বলে ইতিহাস, সেমিতে বাংলার সৌরভ, খেলার দুনিয়ার সব খবর

Top Sports News: খেলার মাঠের সারাদিনের সব খবরের ঝলক।

কলকাতা: কমনওয়েলথ গেমসে ভারোত্তোলক অজয় সিংহ অল্পের জন্য ভারতের হয়ে পদক জিততে ব্যর্থ হয়ে চার নম্বরে শেষ করেন। তবে দিনের শেষবেলায় জুডো থেকে জোড়া পদক এনে দিলেন সুশীলা দেবী ও বিজয় কুমার। খেলার মাঠের সারাদিনের সব খবরের ঝলক।

জোড়া পদক জুডোয়

ফাইনালে দক্ষিণ আফ্রিকার মিশেল হোয়াইটবুইয়ের বিরুদ্ধে হারতে হল ২৭ বছর বয়সি সুশীলা দেবীকে (Sushila Devi)। ফাইনালে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে শেষ পর্যন্ত ৪.২৫ মিনিটের ম্যাচে 'ওয়াজা আরি'-এর মাধ্যমে পরাজিত হতে হল সুশীলা দেবীকে। 'গ্লোডেন স্কোর' পিরিয়ডেই ভারতীয় জুডোকা পরাজিত হন। ফলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাকে। এটি কমনওয়েলথ গেমসে তার দ্বিতীয় রুপো জয়। ২০১৪ সালেও স্কটল্যান্ডের গ্লাসগোয়ও সুশীলা দেবী রুপো জিতেছিলেন। 

সুশীলা দেবীর রুপো জয়ের প্রায় একই সঙ্গে জুডো থেকেই আরও এক পদক জিতে নিল ভারত। ৬০ কেজি বিভাগে বিজয় কুমার যাদব (Vijay Kumar) 'ইপ্পন'-এর মাধ্যমে সাইপ্রাসের পেট্রোস ক্রিস্টোডউলিডেজকে পরাজিত করলেন। বিজয়ের ব্রোঞ্জ জেতায় ভারতের পদকসংখ্যা দাঁড়াল আট। 

সৌরভের জয়, জ্যোৎস্নার হার

বাংলার সৌরভ ঘোষাল এক সেট হারলেও, পৌঁছে গেলেন কমনওয়েলথ গেমসের পুরুষদের স্কোয়াশ সিঙ্গেলসের সেমিফাইনালে। ৩৫ বছর বয়সি সৌরভ হারালেন স্কটল্যান্ডের প্রতিপক্ষ গ্রেগ লোব্বানকে। ম্যাচের প্রথম সেট ১১-৫ জিতে এগিয়ে গেলেও, দ্বিতীয় সেটে ৮-১১ ব্যবধানে হারতে হয় সৌরভকে। তবে এই পর্যন্তই। তারপর ম্যাচের রাশ হাতছাড়া হতে দেননি সৌরভ। পরের দুই সেট যথাক্রমে ১১-৭ ও ১১-৩ ব্যবধানে জিতে সেমিতে পৌঁছে যান তিনি। সেমিফাইনালে তার প্রতিপক্ষ নিউজিল্যান্ডের পল কল।

মহিলাদের সিঙ্গেলস কোয়ার্টার ফাইনালে অবশ্য় ভারতের পদক জয়ের বড় ভরসা জ্যোৎস্না হতাশ করলেন। তিনি কানাডার হলি নটনের বিরুদ্ধে পরাজিত হন। ম্যাচের ফলাফল জ্যোৎস্নার বিপক্ষে ৯-১১, ৫-১১, ১৩-১৫। 

লড়েও হার অজয়ের

লড়াই করেও শেষ পর্যন্ত হতাশ করলেন রাজস্থানের ভারোত্তোলক অজয় কুমার সিংহ। ৮১ কেজি বিভাগে পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন তিনি। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ১৩৭ কেজি ওজন তুলেছিলেন অজয়। দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ওজন তোলেন। ভারতীয় ভারোত্তোলক তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ওজন তোলেন। স্ন্যাচ রাউন্ডের শেষে তিনি ছিলেন দুই নম্বরে। তাঁর চেয়ে এক কেজি বেশি ওজন (১৪৪ কেজি) তোলেন ইংল্যান্ডের ক্রিস মারে।

ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১৭২ কেজি তুলে দেন অজয়। রাজস্থানের ভারোত্তোলক দ্বিতীয় প্রয়াসে ১৭৬ কেজি ওজন তোলেন। তবে তৃতীয় প্রয়াসে ১৮০ কেজি তুলতে গিয়েও পারেননি অজয়। সোনা জিতে নিলেন ইংল্যান্ডের ক্রিস মারেই। চতুর্থ স্থানে শেষ করলেন অজয়।

লন বলে ইতিহাস

লন বলে (Lawn Bowl) ইতিহাস ভারতীয় মহিলা দলের। মহিলাদের লন বল ফোরস সেমিফাইনালে জয়ী ভারত। ১৬-১৩ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতীয় মহিলা দল। যার অর্থ, লন বল থেকে ভারতের পদক জয় নিশ্চিত। নিদেনপক্ষে রুপো পাবেই। ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচ জিতলে সোনার পদক ছিনিয়ে নেবে ভারত। ভারতীয় দল অবশ্য এখন থেকেই সোনার পদককেই পাখির চোখ করছে।

একপেশে জয় বক্সারদের

বাংলাদেশের মহম্মদ সেলিম হোসেনের (Md Salim Hossain) বিরুদ্ধে ৫৭ কেজি ফেদারওয়েট বিভাগের ম্যাচে নেমেছিলেন ভারতের হুসামুদ্দিন মহম্মদ (Hussamuddin)। দাপটের সঙ্গে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন ভারতীয় বক্সার। ভারতীয় বক্সারের পক্ষে স্কোর ৫-০। এই ম্য়াচে জয়ের ফলে তিনি ২২তম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ফেদারওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। 

আজকেই অমিত পাংহালও নিজের ৫১ কেজি বিভাগের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেছেন। গতি ও ফুর্তির মিশ্রণে ভারতীয় বক্সার অমিত প্রতিপক্ষকে নিজের 'পাঞ্চ'-এই কুপোকাত করে দেন। তার বিরুদ্ধে তো তেমন লড়াই করতে পারলেন না ভেনাউতুরের নামরি বেরি। একপেশে ম্যাচ ৫-০ ম্যাচ জিতে নেন অমিত। এই জয়ের ফলে তিনি ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022 ) ৫১ কেজি বিভাগে বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। আর এক ম্যাচ জিতলেই পদক সুনিশ্চিত হয়ে যাবে ভারতীয় বক্সারের।

আরও পড়ুন: ৭ ঘণ্টার প্র্যাক্টিসে বাজিমাত, প্রধানমন্ত্রীর কথা রেখে এবার সিনেমা দেখতে চান অচিন্ত্য

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Fengal: শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় Fengal?
শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় Fengal?
India vs Australia Live: তৃতীয় ওভারেই স্টার্কের বলে শূন্য রানে আউট জয়সওয়াল, কত রান বোর্ডে তুলতে পারবে ভারত?
তৃতীয় ওভারেই স্টার্কের বলে শূন্য রানে আউট জয়সওয়াল, কত রান বোর্ডে তুলতে পারবে ভারত?
Petrol Diesel Price: BJP শাসিত রাজ্যে কমল পেট্রোলের দর ! আজ আপনার শহরে জ্বালানির দাম কত ?
BJP শাসিত রাজ্যে কমল পেট্রোলের দর ! আজ আপনার শহরে জ্বালানির দাম কত ?
Jojo News: খেলনা বুলেট খেয়ে ফেলেছিল জোজো-পুত্র! কেমন আছে এখন?
খেলনা বুলেট খেয়ে ফেলেছিল জোজো-পুত্র! কেমন আছে এখন?
Advertisement
ABP Premium

ভিডিও

Kalyani News: রণক্ষেত্র কল্যাণী, ধৃতদের মুক্তির দাবিতে রাতভর থানায় ধর্না বিজেপি বিধায়কেরAnanda Sokal: 'কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছে না', পুলিশদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীরAnanda Sokal: আমেরিকার লগ্নিকারীদের থেকে কোটি কোটি ডলার তুলতে জালিয়াতি। ৫টি ফৌজদারি মামলা দায়েরGhatal News: ঘাটালে তৃণমূল বনাম তৃণমূল, সাংসদ দেবকে না জানিয়েই হল ঘাটাল শিশুমেলার প্রস্তুতি বৈঠক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Fengal: শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় Fengal?
শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় Fengal?
India vs Australia Live: তৃতীয় ওভারেই স্টার্কের বলে শূন্য রানে আউট জয়সওয়াল, কত রান বোর্ডে তুলতে পারবে ভারত?
তৃতীয় ওভারেই স্টার্কের বলে শূন্য রানে আউট জয়সওয়াল, কত রান বোর্ডে তুলতে পারবে ভারত?
Petrol Diesel Price: BJP শাসিত রাজ্যে কমল পেট্রোলের দর ! আজ আপনার শহরে জ্বালানির দাম কত ?
BJP শাসিত রাজ্যে কমল পেট্রোলের দর ! আজ আপনার শহরে জ্বালানির দাম কত ?
Jojo News: খেলনা বুলেট খেয়ে ফেলেছিল জোজো-পুত্র! কেমন আছে এখন?
খেলনা বুলেট খেয়ে ফেলেছিল জোজো-পুত্র! কেমন আছে এখন?
Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের আগে শেষ মুহূর্তে ভারতীয় দলে যোগ দিলেন তরুণ তুর্কি
বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের আগে শেষ মুহূর্তে ভারতীয় দলে যোগ দিলেন তরুণ তুর্কি
West Bengal News Live:দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, সরাসরি প্রভাব পড়বে না বাংলায়
দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, সরাসরি প্রভাব পড়বে না বাংলায়
Lakshmir Bhandar: আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বরাদ্দ বাড়িয়ে ২০০০ করতে মমতাকে চিঠি দিলেন BJP সাংসদ
আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বরাদ্দ বাড়িয়ে ২০০০ করতে মমতাকে চিঠি দিলেন BJP সাংসদ
Weather Update: শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? অঘ্রাণের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ ! আজ কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? অঘ্রাণের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ ! আজ কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
Embed widget